হোম > রাজনীতি

বৃষ্টিতে ভিজে বিএনপির সমাবেশে নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় আজ সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি উপেক্ষা করেই ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণের নেতা-কর্মীরা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে শুরু করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের মামলার রায়ের প্রতিবাদে ডাকা বিক্ষোভ সমাবেশে যোগ দিতে ইতিমধ্যে কার্যালয়ের সামনে হাজির হয়েছেন কয়েক শ নেতা-কর্মী। 

আজ শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় বিএনপির নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। বিএনপির কয়েকজন নেতা জানিয়েছেন, বেলা আড়াইটায় সমাবেশ শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে কিছুটা দেরি হচ্ছে। 

সমাবেশস্থলে নেতা-কর্মীদের উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো। বৃষ্টিতে ভিজেও তাঁরা সমাবেশে যোগ দিচ্ছেন। কার্যালয়ের সামনে প্রস্তুত রাখা হয়েছে অস্থায়ী মঞ্চ। সমাবেশস্থল ও আশপাশের রাস্তায় প্রায় হাঁটুপানি জমে যেতে দেখা গেছে ৷ এ সময় নেতা-কর্মীদের সরকারবিরোধী নানা স্লোগান দিতে দেখা গেছে। তাঁরা বিভিন্ন ব্যানার-ফেস্টুনে প্রতিবাদী স্লোগান প্রদর্শন করছেন।

আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সমাবেশের সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। সমাবেশ যৌথভাবে সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। 

এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকবেন।

গাইবান্ধা জাপা: মহাসচিব বনাম ভাইস চেয়ারম্যান

ঢাকা-৬ আসন: নানা সংকটের সমাধান দাবি ভোটারদের

পটুয়াখালী-৩: নুরকে জেতাতে মাঠে কেন্দ্রীয় বিএনপি

ইসির শুনানিতে মিন্টু-হাসনাতের বাগ্‌বিতণ্ডা, হট্টগোল

বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে: আসিফ মাহমুদ

জুলাই শহীদদের নিয়ে বিএনপির পরিকল্পনা ‘ইসির কারণে’ বিস্তারিত বললেন না তারেক রহমান

খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: মঈন খান

ইসলামী আন্দোলনের জন্য এখনো আলোচনার দরজা উন্মুক্ত: জামায়াত

তারেক রহমানের সঙ্গে ভুটান ও নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান