ঢাকায় আজ সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি উপেক্ষা করেই ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণের নেতা-কর্মীরা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে শুরু করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের মামলার রায়ের প্রতিবাদে ডাকা বিক্ষোভ সমাবেশে যোগ দিতে ইতিমধ্যে কার্যালয়ের সামনে হাজির হয়েছেন কয়েক শ নেতা-কর্মী।
আজ শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় বিএনপির নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। বিএনপির কয়েকজন নেতা জানিয়েছেন, বেলা আড়াইটায় সমাবেশ শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে কিছুটা দেরি হচ্ছে।
আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশের সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। সমাবেশ যৌথভাবে সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।
এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকবেন।