সরকার পতনের ‘এক দফা’ ও যৌথ রূপরেখা ঘোষণার সমাবেশ শুরু করেছে বিএনপি। আজ বুধবার বেলা ২টায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে সমাবেশ শুরু হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ সঞ্চালনা করছেন মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্যসচিব তানবীর আহমেদ রবিন।
জানা গেছে, সমাবেশ থেকে সরকার পতনের এক দফা ঘোষণা করবেন মির্জা ফখরুল। এ ছাড়া রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফাও ঘোষণা করার কথা রয়েছে। একই সঙ্গে যুগপৎ আন্দোলনের দুই দিনের কর্মসূচিও ঘোষণা আসতে পারে সমাবেশ থেকে।
এদিকে আজ সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে মিছিল নিয়ে নয়াপল্টনে সমাবেশ স্থলে আসা শুরু করেন বিএনপির নেতা-কর্মীরা। মিছিল থেকে তাঁরা দলীয় প্রধান খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাদের মুক্তি দাবি জানান। একই সঙ্গে সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে দেখা যায় তাঁদের।
সমাবেশে আসা মধ্যম সারির নেতাদের মধ্যে মঞ্চের দুই পাশে চেয়ার বিছানো হয়েছে। আর নেতা-কর্মীদের জন্য সড়কে বিছানো হয়েছে কার্পেট। এ ছাড়া নেতা–কর্মীদের বৃষ্টির মধ্যে সমাবেশস্থলের বিভিন্ন ভবনের নিচে আশ্রয় নিতে দেখা গেছে।