দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীতে ঝটিকা মশাল মিছিল করেছে বিএনপি। রোববার রাতে হঠাৎ করেই রাজধানীর কাকরাইল মোড় থেকে প্রজ্বলিত মশাল হাতে রাস্তায় নামেন বিএনপির নেতাকর্মীরা। খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয় মিছিল। খুব অল্প সময়ের ব্যবধানে শান্তিনগর মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল মিছিলে নেতৃত্ব দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে হাবীন উন নবী খান সোহেল বলেন, বেগম জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি যদি না দেওয়া হয়, তাহলে আজ যে আগুন মশালে জ্বলছে, সেই আগুন সারা দেশে ছড়িয়ে পড়বে। এই আগুনে সরকারের ক্ষমতার মসনদ তছনছ হয়ে যাবে।
১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। দেশের বাইরে তার চিকিৎসা করাটা খুব জরুরি বলছেন চিকিৎসকেরা। কিন্তু সরকারের অনুমতি না পাওয়ায় সেটা সম্ভব হচ্ছে না।