হোম > রাজনীতি

আওয়ামী লীগ শুধু বোঝে লুটপাট আর দুর্নীতি: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের সব নেতা-কর্মী দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, আওয়ামী লীগের কাছে দেশ ও জনগণ নিরাপদ নয়। তাই দেশ ও জনগণের জন্য বিএনপি আন্দোলন করছে। ক্ষমতা নয়, জনগণের অধিকার ফিরিয়ে দিতেই বিএনপির আন্দোলন।

দুর্নীতি আজ মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়েছে এমন মন্তব্য করে রিজভী বলেন, বর্তমান সরকার দেশে-বিদেশে প্রত্যাখ্যাত ও ঘৃণিত। তারা গণতন্ত্র ও স্বাধীনতার অর্থ বোঝে না। এরা শুধু লুটপাট আর দুর্নীতি বোঝে। তাদের নেতা-কর্মীরা দুর্নীতি করে বিদেশে টাকার পাহাড় জমাচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, ‘সরকার আইন-আদালতকে দিয়ে বেআইনি কাজ করাচ্ছে। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিএনপি নেতা মজনুকে গ্রেপ্তার করা হয়েছে। এই সরকার যদি ভালোয়-ভালোয় আমাদের নেতা-কর্মীদের মুক্তি না দেয়, তাহলে আমরা লালদালান অভিমুখে যাত্রা শুরু করব।’

সংগঠনের সদস্যসচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সমাবেশ শেষে মজনুর মুক্তির দাবিতে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড় ঘুরে ফকিরাপুল হয়ে নয়াপল্টনে এসে শেষ হয়।

সমাবেশে সভাপতির বক্তৃতায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, সাহস থাকলে বিএনপির মতো পুলিশ-র‍্যাব ছাড়া মাঠে নামেন। নির্বাচনে আসেন। দেখেন জনগণ আপনাদের কী করে।

আসিফ মাহমুদকে চেয়ারম্যান করে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

তারেক রহমানের সঙ্গে জার্মান রাষ্ট্রদূত ও অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

বাসা থেকে হেঁটে অফিসে গেলেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন

বিএনপির বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: নজরুল ইসলাম খান

রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

বরিশালের বহিষ্কৃত ১২ নেতা-নেত্রীকে পদে ফেরাল বিএনপি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নই: মির্জা ফখরুল

ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের উত্থান ও ছাত্রদলের অবস্থান নিয়ে যা বললেন মির্জা ফখরুল