হোম > রাজনীতি

বিদেশে কোটাবিরোধী বিক্ষোভে পাকিস্তানিরা অংশ নেয়: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ দাবি করেছেন, কোটা সংস্কার আন্দোলন চলাকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসসহ বিদেশে বিভিন্ন স্থানে বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভে প্রবাসী পাকিস্তানিরা অংশ নিয়েছেন। এতে প্রমাণ হয়, বিএনপি-জামায়াত চক্র এসব বিক্ষোভ আয়োজনে পাকিস্তানিদের সহায়তা নিয়েছে। 

আজ বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ দাবি করেন। 

পাকিস্তান সরকারের কাছে এ প্রসঙ্গটি তোলা হয়েছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘প্রবাসী পাকিস্তানিরা অংশ নেওয়ার বিষয়ে দেশটির সরকারের কাছে জানতে চাওয়া হয়নি।’

মন্ত্রী বলেন, ‘সৌদি আরবে ও সংযুক্ত আরব আমিরাতে একই ইস্যুতে বিক্ষোভ হয়েছে। সেখানে কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।’

ঢাকায় সৌদি রাষ্ট্রদূত দেশটিতে বিক্ষোভ হওয়া ও গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন বলে উল্লেখ করেন মন্ত্রী। তবে সৌদি আরবের কোথায় বিক্ষোভ হয়েছে ও কতজন গ্রেপ্তার হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য মন্ত্রণালয় পায়নি।

মন্ত্রী বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা বন্ধ করে দেওয়ার বিষয়টি পুরোপুরি অসত্য।’

কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা বিদেশি কূটনীতিকদের দেখানোর পর ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। 

ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ টেলিভিশন ভবন (বিটিভি) কূটনীতিকদের দেখাতে নিয়ে যায় পররাষ্ট্র মন্ত্রণালয়। 

পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ঢাকায় ২৩ দেশের রাষ্ট্রদূতসহ ৪৯ দেশের কূটনীতিকেরা এসব স্থাপনা দেখতে যান। তিনি বলেন, কূটনীতিকেরা ক্ষয়ক্ষতি দেখে মন্তব্য করেছেন যে, এমন ধ্বংসযজ্ঞ লজ্জাজনক। 

বিটিভি ভবনে সহিংসতায় ক্ষয়ক্ষতি কল্পনার বাইরে, এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা বিরোধী জঙ্গিগোষ্ঠী ধ্বংসযজ্ঞে পাকিস্তানিদের সহায়তা নিয়েছে।’

রাষ্ট্রীয় স্থাপনার ওপর ধ্বংসযজ্ঞ চালানোকে রাষ্ট্রের ওপর হামলা হিসেবে অভিহিত করেন মন্ত্রী। তিনি বলেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে মানুষের ঘরবাড়ি পুড়িয়েছে, একই কায়দায় এবার রাষ্ট্রীয় স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো হয়।’

সহিংসতায় কতজনের প্রাণহানি ঘটেছে, বিদেশি কূটনীতিকেরা জানতে চেয়েছেন কিনা, ‘এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কতজন মারা গেছেন, এটা সবাই জানতে চায়। এ বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।’

এদিকে বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘের লোগোসহ যানবাহন ব্যবহার নিয়ে বিশ্ব সংস্থাটি প্রশ্ন তুলেছে। এ বিষয়ে এক প্রশ্নে মন্ত্রী বলেন, ‘যানবাহনগুলো বাংলাদেশের। এগুলো ভাড়ায় (শান্তিরক্ষা মিশনে) দেওয়া হয়। তবে ভুলক্রমে (জাতিসংঘের) লোগো মুছে ফেলা হয়নি।’

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজেরিখ গত সোমবার নিউইয়র্কে এক ব্রিফিংয়ে বলেন, ‘কেবল শান্তিরক্ষা মিশনেই জাতিসংঘের লোগোসহ যানবাহন ব্যবহার করা যায়। বিষয়টি বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয়েছে।’

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’