হোম > রাজনীতি

সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যের ডাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সমাজ এবং রাষ্ট্রে ইসলাম ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সকল ইসলামী দল ও চিন্তা-চেতনার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী সমাজ। আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনে এ আহ্বান জানায় সংগঠনটি। 

ইসলামী সমাজের আমির সৈয়দ হ‌ুমায়ূন কবীর বলেন, ‘গণতন্ত্র ও জনগণের সার্বভৌমত্বের নামে দীর্ঘ ৫০ বছর যাবৎ দলীয় নেতাদের সার্বভৌমত্ব, আইন-বিধান ও কর্তৃত্ব চলছে। মানুষের মনগড়া সংবিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতাদের নেতৃত্ব চলছে। যার কারণে মানুষ সুশাসন ও ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। দুর্নীতি, সন্ত্রাস, উগ্রতা, জঙ্গীতৎপরতা, গুম-খুন, ধর্ষণ ও মাদক ইত্যাদি মানবতা বিরোধী অপরাধের সয়লাবে জাতীয় জীবনে চরম দুর্ভোগ ও অশান্তি চলছে।’ 

সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় মহা সত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানিয়ে সংগঠনের আমির বলেন, ‘গণতন্ত্রের অধীনে নির্বাচন কিংবা সমাজ ও রাষ্ট্রে মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকাকালীন সময়ে সশস্ত্র লড়াই ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নয়।’ 

হ‌ুমায়ূন কবির বলেন, ‘সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তাঁরই আইন-বিধানের ভিত্তিতে ইসলামী সমাজ গঠন আন্দোলন গড়ে তুলতে হবে। আন্দোলনের পথে সকল প্রকার বিরোধিতার মোকাবিলার দায়িত্ব আল্লাহর ওপর ছেড়ে দিয়ে ছবর ও ক্ষমার নীতিতে দৃঢ় থেকে আল্লাহর ওপর পূর্ণ নির্ভরশীল হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে।’ 

মানববন্ধনে বক্তারা সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় আল্লাহর নির্দেশিত এবং রাসূল (সা.) প্রদর্শিত পথই একমাত্র পদ্ধতি দাবি করে দল-মত নির্বিশেষে সকলকে ইসলামী সমাজ পরিচালিত ইসলাম প্রতিষ্ঠার শান্তিপূর্ণ আন্দোলনে শামিল হয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। 

তারেক আসছেন আজ, অপেক্ষায় নেতা-কর্মীরা

রাত ১২টার সময়ই কানায় কানায় পূর্ণ সংবর্ধনাস্থল

তারেক রহমানকে লন্ডন থেকে ঢাকায় আনবেন ক্যাপ্টেন ইমামুল

বড়দিনে খ্রিষ্টান সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা

হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো সিয়ামকে: জামায়াত আমির

তারেক রহমানকে বিদায় জানাতে হিথরো বিমানবন্দরে ভিড়

বিএনপি সরকার গঠন করলে গণঅধিকারকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবে: নুর

তারেক রহমানের জন্য উড়োজাহাজে এ-১ আসন নির্ধারণ

উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও যথাসময়ে নির্বাচন চায় এনসিপি-জামায়াত

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা