হোম > রাজনীতি

প্রধানমন্ত্রীর কথাবার্তা শালীন হওয়া দরকার: রিজভী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে তীব্র নিন্দা ও ঘৃণা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খালেদা জিয়াকে নিয়ে করা বক্তব্য প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘আপনার এই বক্তব্য হচ্ছে নারী বিদ্বেষী বক্তব্য। এইভাবে বলবেন না। আমরা আপনার এই বক্তব্যের শুধু নিন্দা জানাব না, ঘৃণা জানাচ্ছি।’

আজ বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সুস্থতা কামনায় ঢাকা-৮ ও ৯ আসনের বিএনপি ও অঙ্গ সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।

বুধবার আওয়ামী লীগের এক আলোচনা সভায় পদ্মা সেতু প্রসঙ্গে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া বলেছিল, জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে। সেতুতে যে স্প্যানগুলো বসাচ্ছে, এগুলো তাঁর কাছে ছিল জোড়াতালি দেওয়া। বলেছিল, জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চড়া যাবে না। চড়লে ভেঙে পড়বে। আবার তাঁর সঙ্গে কিছু দোসরেরাও…তাদেরকে এখন কী করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে গিয়ে ওখান থেকে টুস করে নদীতে ফেলে দেওয়া উচিত।’

এই বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘তাঁর (প্রধানমন্ত্রী) কথা-বার্তা তো শালীন হওয়া দরকার, ভদ্র হওয়া দরকার। কিন্তু প্রধানমন্ত্রীর কথাবার্তা যদি গুণ্ডা-পাণ্ডার মত হয়, শীর্ষ সন্ত্রাসীর মত হয়, সেটা তো ভালো লাগার কথা নয়। দেশ কারা চালাচ্ছে? তাহলে বুঝতে হবে দেশ লুটেরারা চালাচ্ছে, মাফিয়ারা চালাচ্ছে।’ 

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘পদ্মা সেতু করছেন। পদ্মা সেতু কি আপনার পৈতৃক টাকা দিয়ে হচ্ছে, বাপের বাড়ি বা স্বামীর সম্পত্তি থেকে করছেন? আমার-আপনার পকেটের টাকা দিয়ে হচ্ছে। আর আপনি বলেন, কত বড় শিষ্টাচার বহির্ভূত কথা। সাবেক প্রধানমন্ত্রী, একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, তাঁকে বলছেন পদ্মা নদীতে টুস করে ফেলে দিতে হবে। এটা তো গুণ্ডা-পাণ্ডার কথা, পাড়া-মহল্লার সন্ত্রাসীর কথা। ড. ইউনূস, যিনি দেশের জন্য আন্তর্জাতিক সম্মান নিয়ে এসেছেন, তাঁকে বলছেন চুবানি দিতে।’

তারেকের প্রত্যাবর্তন: ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আল-বদর ও আল-শামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ