হোম > রাজনীতি

গণপরিষদ জরুরি, কারণ বর্তমান সংবিধান মৌলিকভাবে ত্রুটিপূর্ণ: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্তমান সংবিধান মৌলিকভাবে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

গণপরিষদ অত্যন্ত জরুরি; কারণ, বর্তমান সংবিধান মৌলিকভাবে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সোমবার রাজধানীর বনানীতে বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত এনসিপির এক ইফতার আয়োজনে এসব কথা বলেন তিনি।

দলের যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাহিদ ইসলাম বলেন, ‘একটি নতুন সংবিধান ছাড়া আমরা প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি গড়ে তুলতে পারব না। জাতিসংঘের মানবাধিকার রিপোর্টেও বাংলাদেশের জন্য গভীর কাঠামোগত সংস্কারের আহ্বান জানানো হয়েছে।’

নাহিদ বলেন, ‘ন্যাশনাল সিটিজেন পার্টি জন্ম নিয়েছে এক নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন থেকে, যা আমাদের জনগণের দাবি অনুযায়ী ন্যায়বিচার, সংস্কার এবং সাংবিধানিক রূপান্তর নিশ্চিত করবে। আমাদের রাজনৈতিক রোডম্যাপ তিনটি মূল অ্যাজেন্ডার ওপর ভিত্তি করে গঠিত। ন্যায়বিচার, সংস্কার এবং একটি গণপরিষদ নির্বাচন, যা একই সঙ্গে পরবর্তী সংসদের ভূমিকা পালন করবে।’

ইফতারে আর্জেন্টিনা, চীন, ইরান, ডেনমার্ক, স্পেন ও নরওয়ের মিশনপ্রধানেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া আর্জেন্টিনা, তুরস্ক, ফিলিস্তিন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, সুইডেন, নরওয়ে, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জার্মানি, চীন, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, স্পেন, নেপাল, ডেনমার্ক, ইরান, ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড, কসোভো, নেদারল্যান্ডস, কানাডা, জাপান, শ্রীলঙ্কা ও রাশিয়ার মিশন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা