হোম > রাজনীতি

ইসি আওয়ামী সমর্থিত ও আমলা নির্ভর: জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নবগঠিত নির্বাচন কমিশনকে (ইসি) আওয়ামী লীগ সমর্থিত আমলা নির্ভর বলে আখ্যা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়েও সন্দিহান দলটি। 

আজ রোববার বিকেলে রাজধানীর বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইসি বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় জাপা। এর আগে পার্টির প্রেসিডিয়াম সভা অনুষ্ঠিত হয়। 

সভা শেষে জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেন, ‘নব গঠিত নির্বাচন কমিশন হচ্ছে, আওয়ামী লীগ সমর্থিত আমলা নির্ভর নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে বলে যথেষ্ট সন্দেহ আছে।’ 

চুন্নু বলেন, ‘বিএনপি ও আওয়ামী লীগ কেউই নিরপেক্ষ নির্বাচন করতে পারেনি। আওয়ামী লীগ জিতলে বিএনপি বলে নির্বাচন সুষ্ঠু হয়নি। আবার বিএনপি জিতলে আওয়ামী লীগ বলে নির্বাচন সুষ্ঠু হয়নি। জাতীয় পার্টি সব সময় বলে আসছে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেও নির্বাচন সুষ্ঠু হয় না। গেল ত্রিশ বছরে আওয়ামী লীগ ও বিএনপিই প্রমাণ করেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না। সুষ্ঠু নির্বাচনের জন্য একে অপরকে বিশ্বাস করতে হবে এবং সকলকে সহযোগিতা করতে হবে। রাজনৈতিক দলগুলো যদি একমত না হয়, তাহলে কখনোই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।’ 

জাপা মহাসচিব বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন আইন অনুযায়ী নির্বাচনকালীন প্রজাতন্ত্রের কর্মচারীরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করবেন। তারা নির্বাচন কমিশনের আদেশ শুনতে বাধ্য। কিন্তু, না শুনলে কি হবে সে বিষয়ে কিছুই বলা হয়নি। আমাদের দাবি ছিল নির্বাচনকালীন কমিশনের কথা কেউ না শুনলে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নিতে পারে সেই ক্ষমতা দিয়ে একটি আইন করতে হবে। সেই আইন সরকার করেনি। নির্বাচন কমিশনকে ক্ষমতা দিয়ে একটি আইন করলে যদি কমিশনের সদিচ্ছা থাকে তাহলে হয়তো সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। এছাড়া সুষ্ঠু নির্বাচন দুরূহ বিষয়।’ 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচনমুখী দল, নির্বাচনের বাকি আরও দুই বছর। তাই নির্বাচনের আগে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নেব আমরা নির্বাচনে যাব কিনা।’ 

তারেক রহমানকে সমবেদনা জানাতে গেলেন জামায়াত আমির

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

জামায়াতের সঙ্গে সমঝোতা: এবার এনসিপি ছাড়লেন মুশফিক উস সালেহীন

নির্বাচনী হলফনামা: মডেল মেঘনা পেশায় রাজনৈতিক প্রশিক্ষক, নেই গয়না-গাড়ি

এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলীয় প্রার্থী: সালাহউদ্দিন আহমদ

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে মানুষ: মির্জা ফখরুল

জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ সারজিসের

ভারতের সঙ্গে ‘গোপন বৈঠক’ মর্মে সংবাদ, নিন্দা জামায়াত আমিরের