হোম > রাজনীতি

অনুমতি পেলে সহিংসতার পরিবর্তে উৎসব হবে: ডিএমপি কার্যালয় থেকে বেরিয়ে জামায়াত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী শনিবার (১০ জুন) সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছে জামায়াত। আজ মঙ্গলবার বিকেলে জামায়াতের একটি প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে গিয়ে এই আবেদন করে। এ সময় জামায়াতের প্রতিনিধিদলের প্রধান অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, অনুমতি পেলে সহিংসতার পরিবর্তে রাজধানীতে উৎসব হবে।

ডিএমপি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাডভোকেট সাইফুর রহমান। তিনি বলেন, অনুমতি না পেলে পরবর্তী করণীয় ঠিক করতে উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী শনিবার বিকেলে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে উল্লেখ করে সাইফুর রহমান বলেন, ‘ডিএমপি কার্যালয়ে আমাদের আবেদনটি গ্রহণ করা হয়েছে। তাঁরা আমাদের বক্তব্য শুনেছেন। এর আগেও অনুমতি চেয়েছিলাম কিন্তু ওয়ার্কিং ডে হওয়ায় তাঁরা অনুমতি দেননি। পরে জামায়াতের কেন্দ্রীয় কমিটি পুলিশের বক্তব্যের প্রতি সম্মান জানিয়ে সমাবেশের তারিখ পিছিয়েছে ১০ তারিখ নতুন কর্মসূচি ঘোষণা করে। এবারের কর্মসূচি বন্ধের দিনে দেওয়া হয়েছে। এই কর্মসূচি সফল করতে পুলিশের সহযোগিতা চেয়েছি। তাঁরা আমাদের জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের বক্তব্য তাঁরা পৌঁছে দেবেন। অনুমতি পেলে সহিংসতার পরিবর্তে রাজধানীতে উৎসব হবে।’

জামায়াতের নিবন্ধন প্রসঙ্গে জানতে চাইলে দলের এই নেতা বলেন, আইনগতভাবে জামায়াত এখনো বৈধ।

এর আগে ৫ জুন বিক্ষোভ সমাবেশের আবেদন করলেও কর্মদিবস হওয়ায় তা বাতিল করে দেয় ডিএমপি।

এনসিপির নির্বাচনী ‘ক্রাউডফান্ডিং’ শুরু, প্রার্থীকে সরাসরি টাকা দেওয়া যাবে

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তারেক রহমানের নিরাপত্তায় বেহুলার বাসরঘরের মতো যেন ছিদ্র না থাকে: রিজভী

ইসির সদিচ্ছা না দেখলে ‘সব পন্থা’ অবলম্বনের হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির

নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই দায়িত্ব পালন করছে: মির্জা ফখরুল

তারেক রহমানের সঙ্গে কানাডিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক

বদলে যাওয়া হিসাব মেলাতে কৌশলী প্রচারে দলগুলো

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতারা