হোম > রাজনীতি

অনুমতি পেলে সহিংসতার পরিবর্তে উৎসব হবে: ডিএমপি কার্যালয় থেকে বেরিয়ে জামায়াত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী শনিবার (১০ জুন) সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছে জামায়াত। আজ মঙ্গলবার বিকেলে জামায়াতের একটি প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে গিয়ে এই আবেদন করে। এ সময় জামায়াতের প্রতিনিধিদলের প্রধান অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, অনুমতি পেলে সহিংসতার পরিবর্তে রাজধানীতে উৎসব হবে।

ডিএমপি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাডভোকেট সাইফুর রহমান। তিনি বলেন, অনুমতি না পেলে পরবর্তী করণীয় ঠিক করতে উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী শনিবার বিকেলে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে উল্লেখ করে সাইফুর রহমান বলেন, ‘ডিএমপি কার্যালয়ে আমাদের আবেদনটি গ্রহণ করা হয়েছে। তাঁরা আমাদের বক্তব্য শুনেছেন। এর আগেও অনুমতি চেয়েছিলাম কিন্তু ওয়ার্কিং ডে হওয়ায় তাঁরা অনুমতি দেননি। পরে জামায়াতের কেন্দ্রীয় কমিটি পুলিশের বক্তব্যের প্রতি সম্মান জানিয়ে সমাবেশের তারিখ পিছিয়েছে ১০ তারিখ নতুন কর্মসূচি ঘোষণা করে। এবারের কর্মসূচি বন্ধের দিনে দেওয়া হয়েছে। এই কর্মসূচি সফল করতে পুলিশের সহযোগিতা চেয়েছি। তাঁরা আমাদের জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের বক্তব্য তাঁরা পৌঁছে দেবেন। অনুমতি পেলে সহিংসতার পরিবর্তে রাজধানীতে উৎসব হবে।’

জামায়াতের নিবন্ধন প্রসঙ্গে জানতে চাইলে দলের এই নেতা বলেন, আইনগতভাবে জামায়াত এখনো বৈধ।

এর আগে ৫ জুন বিক্ষোভ সমাবেশের আবেদন করলেও কর্মদিবস হওয়ায় তা বাতিল করে দেয় ডিএমপি।

এই দেশের মানুষই ছিল তাঁর পরিবার, তাঁর সত্তা, তাঁর অস্তিত্ব: তারেক রহমানের পোস্ট

খালেদা জিয়া অন্যায়ের কাছে মাথানত করেনি, নিজেকে বিজয়ী প্রমাণ করেছেন: মঈন খান

জরুরি বৈঠকে বিএনপি, এভারকেয়ার থেকে যোগ দিলেন তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় পার্টির দুই অংশের শোক

খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতার শোক

খালেদা জিয়ার মৃত্যু: সাত দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মহাপ্রয়াণ

৮১ আসনে বিএনপির একাধিক নেতা প্রার্থী

৩১ আসনে মনোনয়নপত্র জমা দিল জেএসডি

এনসিপিতে তিন ধরনের বিদ্রোহী নেত্রী