হোম > রাজনীতি

১৬ ডিসেম্বর বর্ণাঢ্য র‍্যালি করতে চায় বিএনপি, ডিএমপিতে আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ঢাকায় বর্ণাঢ্য র‍্যালি করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পল্টনে দলীয় অফিস থেকে মগবাজার পর্যন্ত বেলা ১টায় এই র‍্যালি করার জন্য আনুষ্ঠানিক অনুমতির আবেদন নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে গিয়েছিলেন দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।

আজ বুধবার বিকেল ৫টার দিকে ডিএমপি সদর দপ্তর থেকে ফেরার সময় সাংবাদিকদের এ কথা বলেন বিএনপির এই নেতা।

নিতাই রায় চৌধুরী বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটা বর্ণাঢ্য কর্মসূচি নিয়েছি। সেটা হচ্ছে র‍্যালি। আমরা র‍্যালি করতে চাই। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে মগবাজার পর্যন্ত এই র‍্যালি হবে। বিজয় দিবসে র‍্যালি করার জন্য আমরা পুলিশ কমিশনারের (ডিএমপি কমিশনার) ওখানে এসেছি। তবে তিনি না থাকায় আমরা অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদের সঙ্গে কথা বলেছি। আমাদের আবেদনের কপিটা উনি রিসিভ করেছেন। বিষয়টি তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করে আগামীকাল আমাদের জানিয়ে দেবেন।’

অনুমতি না দিলে বিএনপি কর্মসূচি পালন করবে কি না জানতে চাইলে নিতাই রায় চৌধুরী বলেন, ‘সেটা পরের কথা, সে রকম হলে পার্টি সিদ্ধান্ত নেবে।’

র‍্যালিতে সব ধরনের নেতা উপস্থিত থাকবেন উল্লেখ করে নিতাই রায় চৌধুরী বলেন, র‍্যালি বেলা ১টা থেকে শুরু হবে।

বিএনপির মতো একটি বড় দলকে ১৬ ডিসেম্বরের মতো দিনে একটা প্রোগ্রামের জন্যও অনুমতি নিতে হচ্ছে, বিষয়টি কীভাবে দেখছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নিতাই রায় চৌধুরী বলেন, ‘এর আগে আমাদের ইফতার পার্টিতেও অনুমতি নিতে হয়েছে। এখন এটা হওয়া উচিত নয়। হয়তো সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটাও পরিবর্তন হবে। তবে চলমান সময়ে এটাই হলো আমাদের সংস্কৃতি। যে কারণে আমাদের অনুমতি নিতে হয়। অনুমতি না নিলে মনে করে বিনা অনুমতির প্রোগ্রাম। যদিও রাজনৈতিক দলের অনুমতি সব সময় লাগে না। কোনো কোনো ক্ষেত্রে অনুমতি লাগেও।’

পার্টি অফিসে তালা, এটি কবে খোলা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের চিন্তাভাবনা আছে, কথা বলছি। এটা সমাধান হবে।’

এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘বিএনপির একটি প্রতিনিধিদল এসেছিল তাদের ১৬ ডিসেম্বরের কর্মসূচির ব্যাপারে। তারা একটি আবেদনপত্র দিয়ে গেছে। অনুমতির বিষয়ে কথা হয়নি। আমরা আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাব।’

রাঙামাটিতে বড় ফ্যাক্টর জেএসএস সমর্থকেরা

বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ