হোম > রাজনীতি

জীবনে বিএনপি করি নাই, করবও না: মান্না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আমি জীবনে বিএনপি করি নাই, করবও না। আমি মনে করি না আওয়ামী লীগকে বিএনপি রিপ্লেস করতে পারে। আমি মনে করি তার চেয়ে উন্নতদের মাধ্যমে রিপ্লেস করা সম্ভব।’ 

সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনদুর্ভোগ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না। জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আজ মঙ্গলবার সকালে বৈঠকটি অনুষ্ঠিত হয়। 

দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে মান্না বলেন, ‘যতক্ষণ পর্যন্ত চুরির সরকারকে সরাতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত দাম কমবে না। রোজার আর পাঁচ দিন বাকি, এই পাঁচ দিনে জিনিসপত্রের দাম আবার বাড়বে।’ সরকার ইচ্ছাকৃতভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টি তদারক করছে না বলেও অভিযোগ করেন তিনি। 

কারও নাম উল্লেখ না করে মান্না বলেন, ‘একটা মন্ত্রী বলছে, মানুষের ক্রয়ক্ষমতা তিন গুণ বেড়েছে। তাহলে মানুষ টিসিবির ট্রাকের পেছনে কেন লাইন দেবে? দিস ইজ এ স্টুপিড মিনিস্টার। বর্তমান ক্যাবিনেটে এ রকম মন্ত্রী আরও আছে। জানি না, এ কথা বলার জন্য আমার নামে আবার মামলা দেবে কি না। আমার নামে এত মামলা আছে! আমি আর মামলার ভয় পাই না।’

দেশে ৬ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে দাবি করে মান্না বলেন, ক্ষমতায় এলে এই মানুষগুলোর প্রত্যেককে মাসে ১ হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করবেন তিনি। প্রতি বছর যে পরিমাণ টাকা বিদেশে পাচার হয়, তা বন্ধ করা গেলে দরিদ্র মানুষদের মাসে ১ হাজার টাকা দেওয়া সম্ভব বলে মনে করেন মান্না। 

গোলটেবিল বৈঠকে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘আমরা উন্নয়নের মহাসড়কে আছি, রকেট গতিতে উন্নয়ন হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ নিষ্পেষিত হচ্ছে। দ্রুতগতির উন্নয়নের ফলে কোটিপতির সংখ্যা বাড়ছে আর দারিদ্র্যসীমার নিচে পড়ে আছে ৬ বা ৮ কোটি মানুষ।’ 

জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা কমে গেছে বলেও অভিযোগ করেন সুজনের সম্পাদক। তিনি বলেন, ‘দায়বদ্ধতা তাদের প্রতি আছে, যারা এই সরকারকে ক্ষমতায় এনেছে এবং টিকিয়ে রেখেছে। এটাই সিন্ডিকেট। আমাদের দায়বদ্ধতার সরকার প্রতিষ্ঠা করতে হবে।’ 

বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন। এতে সভাপতিত্ব করেন সুজনের ঢাকা মহানগর কমিটির সভাপতি ক্যামেলিয়া চৌধুরী।

পতিত ফ্যাসিবাদী শক্তি আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে: মুছাব্বির হত্যা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি: সালাহউদ্দিন আহমদ

আমার মতো আর কারও না হোক—গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতার স্ত্রী

আগামী সরকারকে হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট বানানোর সব উদ্যোগ চলছে: হাসনাত কাইয়ূম

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত না হলে ফ্যাসিবাদ ফিরে আসবেই: মনির হায়দার

দলীয় ডিসিদের প্রমাণ সংগ্রহ করছি, অপসারণের জন্য তালিকা দেব: তাহের

তারেক রহমান গণতন্ত্রের টর্চ বেয়ারার: আমীর খসরু

তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তারেক রহমানকে সমর্থন জানিয়ে পদত্যাগ করা এনসিপি নেতা মীর আরশাদুলের বিএনপিতে যোগদান

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান, যা থাকছে সফরসূচিতে