হোম > রাজনীতি

প্রধান বিচারপতির বাসভবনে ইট-পাটকেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কাকরাইলের হেয়ার রোডে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বাসভবনে বিএনপির নেতা-কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করেছেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়।

রমনা জোনের সহকারী কমিশনার (এসি) সালমান ফারসি বলেন, ‘বিএনপির নেতা-কর্মীদের এই স্থান থেকে সরে যাওয়ার অনুরোধ করা হয়। তবে তাঁরা কথা শোনেনি। এরপর পুলিশ অ্যাকশনে যেতে বাধ্য হয়।’

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে প্রায় ১৫০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। আজ শনিবার দুপুর সোয়া ১টার দিকে ঘণ্টাব্যাপী এ ঘটনা ঘটে।

আজকের পত্রিকার প্রতিবেদক ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় দেড় ঘণ্টা ধরে বিএনপির দুই শতাধিক নেতা-কর্মী লাঠি ও ইট-পাটকেল নিয়ে কাকরাইল মসজিদের মোড়ে অবস্থা করেন। এ সময় তারা পুলিশকে ধাওয়া দেন। তখন জলকামান ও রায়োট নিয়ে পুলিশ পিছু হটে। এই সুযোগে কিছু নেতা-কর্মী পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। ওই স্থানে প্রধান বিচারপতির বাসভবন থাকায় ইট-পাটকেল গিয়ে সেখানে পড়ে।

পরে পুলিশ শক্তি প্রয়োগ করে বিএনপির নেতা-কর্মীদের সরিয়ে দেয়।

কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান

ইসি ও একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ

রাজনৈতিক সংশ্লিষ্টতা দূর করতে না পারলে সাংবাদিকদের এক হওয়া সম্ভব নয়: বিজেসি সভাপতি

ইসলামপন্থী রাজনীতিতে মেরুকরণ: ভোটের সমীকরণে কে এগিয়ে গেল

নির্বাচনী সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মাহমুদুর রহমান মান্না

নাগরিক শোকসভা: বেগম খালেদা জিয়া হয়ে উঠেছিলেন দেশের নেত্রী

জামায়াতের জোট ছাড়ল ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন জোট ছাড়বে, প্রত্যাশা করিনি: আসিফ মাহমুদ

পোস্টাল ভোট বন্ধ করতে চাওয়া অশনিসংকেত: আসিফ মাহমুদ