ঢাকা: শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। আজ সোমবার বিকেল ৪টার পরে সাধারণ কেবিন থেকে তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিকেল চারটার দিকে শ্বাসকষ্ট বেড়ে যায় খালেদা জিয়ার। এরপর তাঁকে দ্রুত সিসিইউতে নেওয়া হয়।’
গত ২৭ এপ্রিল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। সেখানে চিকিৎসার পাশাপাশি তাঁর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।
প্রসঙ্গত, ১১ এপ্রিল সংবাদ সম্মেলনের মাধ্যমে খালেদা জিয়ার করোনা আক্রান্তের খবর দেশবাসীকে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১০ এপ্রিল তাঁর করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। করোনা আক্রান্ত হওয়ার পরে ১৫ এপ্রিল রাতে সিটিস্ক্যান করাতে প্রথমবার তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে সে রাতেই তাঁকে বাসায় নেওয়া হয়। ওই সিটিস্ক্যানের প্রতিবেদনে করোনার মৃদু সংক্রমণ পাওয়া যায়।
গত ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় করোনা পরীক্ষাতেও পজিটিভ হন খালেদা জিয়া। ২৭ এপ্রিল রাতে আবারও তাঁকে হাসপাতালে নেওয়া হয়।