ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানিয়েছেন, শনিবার (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে মোহাম্মদপুর থেকে হেফাজত নেতা জালালুদ্দীনকে গ্রেফতার করা হয়। শাপলা চত্ত্বরে হেফাজত ইসলামের তান্ডবের ঘটনার মামলায় তিনি আসামী। সম্প্রতি মতিঝিলি শাপলা চত্ত্বর ও বায়তুল মোকারম মসজিদে সংঘর্ষের ঘটনাও তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, জালালুদ্দীনকে দশ দিনের রিমান্ড আবেদন করা হবে। নাশকতার ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। গত এক সপ্তাহে নাশকতা এবং হেফাজতের পুরোনো মামলায় জালালুদ্দীনসহ হেফাজতের শীর্ষ ছয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাশকতার ব্যাপারে তাদের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে।
শুক্রবার বিকেলে হেফাজতে ইসলামের আরেক শীর্ষ নেতা ঢাকা মহানগরের নায়েবে আমির জুবায়ের আহমেদকে পুরানা ঢাকার লালবাগ থেকে গ্রেপ্তার করে পুলিশ।