হোম > রাজনীতি

রাশেদ-নুরের কাউন্সিলে ১০টার ভোট শুরু ১টায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নানা নাটকীয়তা শেষে শুরু হয়েছে গণ অধিকার পরিষদ (রাশেদ-নুর) অংশের কাউন্সিল। আজ সোমবার সকাল ১০টায় দলের উচ্চতর পরিষদের ভোট গ্রহণের মধ্য দিয়ে কাউন্সিল শুরু হওয়ার কথা থাকলেও ভোট গ্রহণ শুরু হয়েছে বেলা ১টায়। 

অন্যদিকে দলের রেজা কিবরিয়াপন্থীরা কার্যালয়ের সামনে অবস্থানের ঘোষণা দিলেও ‘অস্থিরতা চাই না’ জানিয়ে সেই অবস্থান স্থগিত করেছেন তাঁরা। 

আজ দুপুর থেকেই বিজয়নগরের প্রীতম-জামান টাওয়ারের গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলের ভোটার, প্রার্থী, পর্যবেক্ষক ও সমর্থকদের উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। কেন্দ্রীয় কার্যালয়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণার ফলে অস্থিরতার আশঙ্কা থাকলেও রেজাপন্থীরা সমাবেশ স্থগিত করায় কেন্দ্রীয় কার্যালয়ের পরিস্থিতি অনেকটাই শান্ত।

শান্ত পরিস্থিতিতেও উচ্চতর পরিষদের ভোট গ্রহণ নির্ধারিত সময়ে শুরু করতে পারেননি নুরপন্থীরা। সময় ক্ষেপণের বিষয়ে দলের একাধিক নেতা আজকের পত্রিকাকে জানিয়েছেন, রেজা কিবরিয়াপন্থী অনেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন। তাঁরা দলের কাউন্সিলে অংশ নিতে চান। তাঁদের সঙ্গে আলোচনার কারণেই ভোট গ্রহণ শুরু করতে দেরি হচ্ছে। 

এদিকে কাউন্সিলের ভোটার তালিকায় রেজা কিবরিয়াপন্থী খ্যাত দলের যুগ আহ্বায়ক ফারুক হাসান, আতাউল্লাহ, সাদ্দাম হোসেন, মিয়া মশিউজ্জামানসহ অনেকের নাম দেখা গেছে। এ ছাড়া দলের গঠনতন্ত্র অনুযায়ী উচ্চতর পরিষদের ১৩ সদস্য সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার কথা থাকলেও সেখানে আটটি পদে নির্বাচন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

নেতারা বলছেন, পরবর্তীকালে সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শে তাঁদের পদায়ন করা হবে। 

দলছুট নেতাদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান আজকের পত্রিকাকে জানান, দলের অন্য অংশের নেতাদের তাঁরা সম্মেলনে অংশ নিতে আহ্বান জানিয়েছেন। অনেকের সঙ্গেই আলোচনা চলছে। 

তিনি বলেন, ‘আমরা সবাইকেই কাউন্সিলে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছি। আমরা চাই ঐক্যবদ্ধভাবে কাউন্সিল সম্পন্ন করতে।’

দলের যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সমন্বয়ক আবু হানিফ আজকের পত্রিকাকে বলেন, ‘কিছু জটিলতার কারণে বেলা ১টায় উচ্চতর পরিষদের ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ বিকেল ৫টা পর্যন্ত চলবে।’ 

এদিকে দুপুর সোয়া ১২টার দিকে গণ অধিকার পরিষদের (রেজা কিবরিয়া) যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান এক বার্তায় জানিয়েছেন, ঐক্যের স্বার্থে তাঁরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনের কর্মসূচি স্থগিত করেছেন। 

তিনি বলেন, ‘অনেকে আশঙ্কা করছেন আমাদের আজকের কর্মসূচি নাকি অস্থিরতা সৃষ্টি করতে পারে। আমরা কোনো অস্থিরতা বা অনাকাঙ্ক্ষিত অবস্থা চাই না। আমরা ঐক্যের পক্ষে থাকতে চাই।’ তিনি চলমান কাউন্সিলকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। 

দলীয় সূত্রে জানা গেছে, দলের যুগ্ম আহ্বায়ক ও কোটা সংস্কার আন্দোলনের প্রধান নেতা হাসান আল মামুনের পরামর্শে কর্মসূচি স্থগিত করেছেন রেজাপন্থীরা। কয়েক দিন ধরে হাসান আল মামুনকে রেজা কিবরিয়াপন্থীদের সঙ্গে দেখা গেলেও শেষ মুহূর্তে তিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’