হোম > রাজনীতি

একতরফা নির্বাচন বর্জন করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে: সিপিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একতরফা নির্বাচন বর্জনের পথেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে বলে মন্তব্য করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে সিপিবি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এমন ঘোষণা দেন দলটির নেতা-কর্মীরা। 

ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল হয়। 

সমাবেশে নির্বাচন কমিশনকে ক্ষমতাসীন সরকারের পুতুল উল্লেখ করে ঢাকা দক্ষিণ কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের অধীনে আরেকটি প্রহসনমূলক ও একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে পুতুল নির্বাচন কমিশন দেশের গণতন্ত্রকামী জনগণকে চূড়ান্ত লড়াইয়ের পথে ঠেলে দিয়েছে।’

তিনি বলেন, ‘একতরফা নির্বাচন বর্জনের পথেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। শেখ হাসিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে চিরকাল রাষ্ট্রক্ষমতায় থাকার প্রকল্প রচনা করেছেন। সেই প্রকল্পের অংশ হিসেবে ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনের নামে দুটি প্রহসন অনুষ্ঠিত হয়েছে।’

সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি আনিসুজ্জামান হীরার সভাপতিত্বে ও সম্পাদকমণ্ডলীর সদস্য সাইফুল ইসলাম সমীরের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন শংকর আচার্য্য, মঞ্জুর মঈন প্রমুখ। 

শামসুজ্জামান হীরা বলেন, ‘বাংলাদেশের মানুষ চিরকাল মরণপণ লড়াইয়ের মধ্য দিয়ে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছে। দেশের রাজনৈতিক এই ক্রান্তিকালে তারা গণ-আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটাবে।’ 

সম্পাদকমণ্ডলীর সদস্য আক্তার হোসেন বলেন, ‘ক্ষমতাসীন সরকার দেশের শ্রমিক ও মেহনতি মানুষকে অর্ধাহারে-অনাহারে থাকতে বাধ্য করছে। একদিকে চরম বাজার নৈরাজ্য, অন্যদিকে সীমাহীন লুটপাট-অর্থ পাচারের মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে।’

আগেই নিজ থেকে ভালো হয়ে যান—সন্ত্রাসী-চাঁদাবাজদের হুঁশিয়ারি দিলেন ঢাকা-১৮ আসনে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর

স্বৈরশাসন-চাঁদাবাজির নীতিতে যাঁরা আসতে চান, জনগণ তাঁদের লাল কার্ড দেখাবে: এহসানুল মাহবুব জুবায়ের

মিরপুরে জামায়াত আমিরের সমাবেশ, বাড়ছে লোকসমাগম

তাদের প্রটোকল তিন গুণ বাড়িয়ে দিন: তারেক রহমান

ধানের শীষের আমলে কেউ গুম হয়নি: তারেক রহমান

‘যেসব দল–ব্যক্তি মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের থেকে সাবধান থাকতে হবে’

সরকারব্যবস্থা থেকেই গণতান্ত্রিক চর্চা কার্যকর করতে হবে: তারেক রহমান

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

শেরেবাংলা-সোহরাওয়ার্দী-নজরুল-হাদির কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির প্রচার শুরু

আপনারা ভালা আছেননি—সিলেটবাসীকে সালাম দিয়ে তারেক রহমানের বক্তব্য শুরু