হোম > রাজনীতি

বর্তমান ফরম্যাটেই যুগপৎ আন্দোলন চায় গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে জামায়াতকে সম্পৃক্ত করার বিষয়ে নানা আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। এরই মধ্যে যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের কেউ কেউ জামায়াতকে সম্পৃক্ত করতে জোরালো সুপারিশও করেছে বিএনপির কাছে। তবে গণতন্ত্র মঞ্চ চাইছে, বর্তমান ফরম্যাট যেটা আছে, সেটাই যেন অব্যাহত থাকে। 

আজ বৃহস্পতিবার গণতন্ত্র মঞ্চের নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিএনপিকে বলেছি, জামায়াত তো যুগপতের এই ফরম্যাটে নেই, বাইরে আছে। আমরা এই ফরম্যাটটাই অব্যাহত রাখার কথা বলেছি। তারা (বিএনপি) বলেছে, আগের ফরম্যাটেই আছে। জামায়াতের প্রশ্নে তাদের (বিএনপি) অবস্থান আগের মতোই। তারা এ রকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে।’ 
 
চলমান আন্দোলন নিয়ে বোঝাপড়া ও করণীয় নির্ধারণে সমমনা দল ও জোটগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। ১২ মে থেকে শুরু হওয়া এসব বৈঠকে আলোচনার পাশাপাশি নানা সুপারিশ উপস্থাপন করছেন শরিকেরা। এর মধ্যে কয়েক শরিকের কাছ থেকে যুগপৎ আন্দোলনে জামায়াতকে সম্পৃক্ত করার সুপারিশ আসায় তা নিয়ে বেশ আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। এই আলোচনার মধ্যেই গতকাল বুধবার বিএনপির সঙ্গে বৈঠক করে গণতন্ত্র মঞ্চ। বৈঠকে জামায়াতকে নিয়ে বিএনপির কাছে প্রশ্ন তোলেন মঞ্চের নেতারা। জামায়াতকে নিয়ে অন্য শরিকদের প্রস্তাবের সূত্র ধরে তাঁরা জানতে চান, বিএনপি আন্দোলন নিয়ে নতুন কোনো পরিকল্পনা করছে কি না।

বৈঠক প্রসঙ্গে মঞ্চের নেতারা বলছেন, ‘জামায়াতের বিষয়ে আমরা রাজি কি না, তারা (জামায়াত) পরে আসতে পারে কি না—এ রকম কোনো আলোচনা হয়নি। জামায়াতকে নিয়ে যেহেতু আলোচনা শুরু হয়েছে, জামায়াত বিষয়ে আমরাও জানতে-বুঝতে চেয়েছি। আমরা জানতে চেয়েছি, বিএনপি আন্দোলনের নতুন কোনো ফরম্যাটের কথা চিন্তা করছে কি না?’ 

বৈঠকের আলোচনা প্রসঙ্গে মঞ্চের একাধিক নেতা বলছেন, ‘বৈঠকে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ৭ জানুয়ারির আগের আন্দোলন, পরের আন্দোলন নিয়ে কথা হয়েছে দুই পক্ষের মধ্যে। আমরা মূলত বিএনপির অবস্থানটা বুঝতে চেয়েছি। তারা আন্দোলন নিয়ে কী চিন্তা করছে। চলতি বছরে আন্দোলন নিয়ে বড় কোনো পরিকল্পনা তাদের আছে কি না, নাকি দীর্ঘমেয়াদি চিন্তা করছে। বিএনপি বিগত দিনের কর্মকাণ্ডের পর্যালোচনা এখনো শেষ করতে পারেনি বলেছে। ভারতীয় পণ্য বর্জন নিয়েও আলোচনা হয়েছে। ভারতীয় পণ্য বর্জন ইস্যুতে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে—এটা তাদের দলীয় সিদ্ধান্ত না।’

আচরণবিধি ভঙ্গ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ

আসন সমঝোতায় এনসিপি কত পেল, ইসলামী আন্দোলনের কী হলো

জামায়াত লড়বে ১৭৯ আসনে, জোটের সমঝোতা ২৫৩টিতে

যমুনায় তারেক রহমানের পৌনে ২ ঘণ্টা

সংবাদ সম্মেলনেও আসছে না ইসলামী আন্দোলন, জোটে ভাঙনের ইঙ্গিত স্পষ্ট

জাইমা রহমানের নামে ৫০টির বেশি ভুয়া আইডি রিমুভ করেছে মেটা: মাহদী আমিন

ড. ইউনূসের সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করলেন তারেক রহমান

নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করা হচ্ছে: বিএনপি

পঞ্চগড়–১ ও ২: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাগপার রাশেদ

শেষ পর্যন্ত চেষ্টা করব জোট যেন অটুট থাকে: নাহিদ ইসলাম