হোম > রাজনীতি

নাশকতার মামলায় বিএনপির ৪০ নেতাকর্মীর বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশের কর্তব্য কাজে বাধা, তাদের ওপর হামলা, লাঞ্ছিত করা ও ভাঙচুরের অভিযোগে নাশকতার এক মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল এবং যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুসহ ৪০ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ সোমবার দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন এই আদেশ দেন। 

আদালত অভিযোগ পড়ে শোনালে উপস্থিত আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন এবং ন্যায় বিচার প্রার্থনা করেন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে ৪০ জনের বিচার কাজ শুরু হলো। 

এর আগে আদালত আসামিদের মামলা থেকে অব্যাহতি আবেদন খারিজ করেন। পরে আগামী ২৩ জুন সাক্ষ্যগ্রহণের জন্য তারিখ নির্ধারণ করেন বিচারক। 

ঘটনার বিবরণে জানা যায়, মামলায় অভিযোগ করা হয়েছে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০১৮ সালের ৭ এপ্রিল সকাল আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে বিএনপির একদল নেতা-কর্মী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনে মিছিল বের করেন। একপর্যায়ে তারা কর্তব্যরত পুলিশ সদস্যের ওপর হামলা চালান এবং তাদের কর্তব্য পালনে বাধা দেন। এ সময় ৫ জন আহত হন। 

ওই ঘটনায় উপপরিদর্শক রিপন কুমার বিশ্বাস বিএনপির ২৪ নেতা-কর্মীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করেন। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা রোহিদুল ইসলাম আদালতে সোহেল-টুকুসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে ৩২ জন সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে। 

নাশকতা সম্পর্কিত আরও পড়ুন:

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

আগামী নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

‘জুলাই যোদ্ধারাও মুক্তিযোদ্ধা’, পৃথক বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

তারেক রহমানের সঙ্গে কবি-সাহিত্যিকদের সৌজন্য সাক্ষাৎ

গাইবান্ধা জাপা: মহাসচিব বনাম ভাইস চেয়ারম্যান

ঢাকা-৬ আসন: নানা সংকটের সমাধান দাবি ভোটারদের

পটুয়াখালী-৩: নুরকে জেতাতে মাঠে কেন্দ্রীয় বিএনপি

ইসির শুনানিতে মিন্টু-হাসনাতের বাগ্‌বিতণ্ডা, হট্টগোল

বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে: আসিফ মাহমুদ

জুলাই শহীদদের নিয়ে বিএনপির পরিকল্পনা ‘ইসির কারণে’ বিস্তারিত বললেন না তারেক রহমান