হোম > রাজনীতি

ঢাকায় বিএনপির পদযাত্রা ১৭ ফেব্রুয়ারি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং ১০ দফা দাবিতে ঢাকা মহানগরে পূর্বঘোষিত পদযাত্রার তারিখ পরিবর্তন করেছে বিএনপি। আগের ঘোষণা অনুযায়ী ১৮ ফেব্রুয়ারির ওই কর্মসূচি এক দিন আগে ১৭ ফেব্রুয়ারি পালিত হবে। এদিন বেলা আড়াইটায় রাজধানীতে পৃথক পদযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ঢাকার বাইরে অন্য মহানগরগুলোতে পূর্বঘোষিত ১৮ ফেব্রুয়ারিতেই পদযাত্রা হবে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে প্রিন্স বলেন, বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, আটা, লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দমন-নিপীড়নের প্রতিবাদ, খালেদা জিয়াসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি, গণতন্ত্রবিরোধী ও দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে এই কর্মসূচি পালিত হবে।

ঘোষিত কর্মসূচি সফল করতে দলের নেতা-কর্মীদের পাশাপাশি দেশবাসীকে আহ্বান জানান প্রিন্স।

গত রোববার ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে রাজধানীর শ্যামলীতে পদযাত্রাপূর্ব সমাবেশ থেকে ঢাকাসহ সব মহানগরে ১৮ ফেব্রুয়ারি পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রকে শক্তিশালী করবে: হাসনাত আবদুল্লাহ

স্ত্রী-কন্যাকে নিয়ে মায়ের পাশে তারেক রহমানের দেড় ঘণ্টা

আগামীকাল ৩০০ ফুট-এয়ারপোর্ট রোডে বর্জ্য অপসারণ করবে বিএনপি

তারেক রহমানের দেশে ফেরাকে যেভাবে দেখছে বিশ্ব গণমাধ্যম

গুলশানের বাসভবনে পৌঁছেছেন তারেক রহমান

সবাইকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

এভারকেয়ার থেকে গুলশান বাসভবনের পথে তারেক রহমান

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান

মঞ্চে আলিশান আসন ছেড়ে প্লাস্টিকের চেয়ারে তারেক রহমান