হোম > রাজনীতি

ক্ষমতায় গেলে গরিবদের প্রতি মাসে ১ হাজার টাকা দেব: মান্না

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আমি ক্ষমতায় গেলে দেশের ৮ কোটি গরিবকে প্রতি মাসে ১ হাজার করে টাকা দেব। প্রতি বাজেটে তাদের জন্য ৯৬ হাজার কোটি টাকা বরাদ্দ দেব। তালিকা তৈরি করে বিকাশে টাকা পাঠাব। কেউ চুরি করতে পারবে না।’ বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল হাইস্কুল মাঠে আজ সোমবার এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

মান্না বলেন, এই সরকার পুলিশ বাহিনীকে গুন্ডা বাহিনীতে পরিণত করেছে। আর সে জন্যই শুধু পুলিশ সদস্য নিয়োগ দিচ্ছে। বিরোধী দলের নেতা-কর্মীদের লাঠিপেটা করতে সরকার পুলিশকে কাজে লাগাচ্ছে। 

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে সরকার বলছে জনগণের আয় তিন গুন বেড়েছে, যা মিথ্যাচার ছাড়া কিছুই নয়। এই সরকার জনগণকে টিসিবির ট্রাকের পেছনে লাইন ধরার ব্যবস্থা করেছে। মানুষের আয় তিন গুন বাড়লে টিসিবির পণ্য নিতে মানুষ লাইন ধরত না। 

আটমূল ইউনিয়ন নাগরিক ঐক্যের আহ্বায়ক কামরুজ্জামান রতনের সভাপতিত্বে সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে আটমুল ইউনিয়ন নাগরিক ঐক্যের নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। 

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা

আমার নামের আগে ‘মাননীয়’ বলবেন না: তারেক রহমান

সুষ্ঠু নির্বাচন করার মতো লেভেল প্লেয়িং ফিল্ড নাই: সৈয়দ রেজাউল করীম

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা