হোম > রাজনীতি

তারেক রহমানের বিরুদ্ধে নতুন চক্রান্ত শুরু হয়েছে: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলমান আন্দোলনকে নস্যাৎ করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে ফখরুল বলেন, ‘গত কয়েক দিনের ঘটনাপ্রবাহে আমরা আশঙ্কা করছি তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানকে সরকারি নীল নকশায় মিথ্যা মামলায় সাজা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শুধু প্রতিহিংসার কারণে ফরমায়েশি রায়ের মাধ্যমে এই সাজার ব্যবস্থা করা হয়েছে।’ 

রাজনৈতিক প্রতিহিংসা হলে জুবাইদার বিরুদ্ধে কেন?—এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘এরা (সরকার) তাঁর (তারেক রহমান) ছায়া দেখলেও ভয় পায়। জুবাইদা রহমান তারেক রহমানের স্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ, তাঁকে কী করে দূরে রাখা যায় রাজনীতির সম্ভাবনা থেকে, সে জন্য এটা করা হয়েছে।’ 

তবে কি জুবাইদার রাজনীতিতে আসার সম্ভাবনা আছে—এমন আরেক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, সে সম্ভাবনা একেবারেই নেই। 

শুধু তারেক রহমান নয়, আন্দোলনের সঙ্গে থাকা বিএনপিসহ বিরোধী দলের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেও চক্রান্ত শুরু হয়েছে বলেও অভিযোগ করেন ফখরুল। তিনি বলেন, নেতাদের তালিকা করা হয়েছে, তাঁদের নামে পুরোনো মামলা যেগুলো হয়েছে, দ্রুততার সঙ্গে সেগুলো শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। মূল উদ্দেশ্য হচ্ছে—আগামী নির্বাচনের আগে, বিএনপির নেতারা যাঁরা নির্বাচন করতে পারেন, তাঁরা যাতে অংশগ্রহণ করতে না পারেন এবং একই সঙ্গে মূল নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করা। তবে এসব করে কোনো লাভ হবে না।

‘থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ বলা বৈষম্যবিরোধী নেতাকে শোকজ

তারেক রহমানের একান্ত সচিব হলেন আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী

নির্বাচনী হলফনামা: মার্কিন নাগরিকত্ব ছাড়লেন শামা ওবায়েদ, কমেছে আয়

ভোটের রাজনীতি: জোটের পর তরুণদের আস্থা হারাচ্ছে এনসিপি

মায়ের জন্য দোয়া করলেন তারেক রহমান

খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন পরিবারের সদস্যরা

এবার ভোটের মাঠে আত্মবিশ্বাসী বিএনপি

জানাজা-দাফনে সহযোগিতায় তারেকের ধন্যবাদ

খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণ: মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও দোয়া

নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন