হোম > রাজনীতি

জনগণের সমর্থনপ্রাপ্ত সরকার ছাড়া গণতন্ত্র সফল হতে পারে না: দুদু

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশ ইয়ুথ ফোরামের আয়োজিত আলোচনা সভা। ছবি: আজকের পত্রিকা

গণতন্ত্র টিকিয়ে রাখতে জনসমর্থন পাওয়া সরকার প্রয়োজন বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, জনগণের সমর্থন পাওয়া সরকার ছাড়া গণতন্ত্র সফল হতে পারে না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র টিকিয়ে রাখা সম্ভব। এ জন্যই বিএনপি সব সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে কথা বলে আসছে।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, দেশে গণতন্ত্রের জন্য ইতিবাচক একটি ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। তবে নতুন সরকারের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা এখনো পূরণ হয়নি। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং কৃষকদের ন্যায্য দাম না পাওয়া মানুষকে হতাশ করছে। সরকার বাজার নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে অনেকেই মনে করছেন।

তিনি আরও বলেন, বিএনপি সব শ্রেণির মানুষের দল, যারা শ্রমজীবী, কৃষক, মধ্যবিত্ত ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় কাজ করে। তাই সরকারের ভুল-ত্রুটি নিয়ে কথা বলা বিএনপির দায়িত্বের মধ্যেই পড়ে। বিএনপি চায়, সরকার কার্যকর পদক্ষেপ নিক, যাতে দেশের জনগণ উপকৃত হয়।

নির্বাচনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে দুদু বলেন, সরকারকে যৌক্তিক সময়ের মধ্যে একটি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন দিতে হবে। গণতন্ত্র টিকিয়ে রাখতে এর বিকল্প নেই। যদি সুষ্ঠু নির্বাচন না হয়, তবে গণতন্ত্রের পরিবর্তে জনগণকে বারবার আন্দোলনের পথ বেছে নিতে হবে, যা দেশ ও জাতির জন্য ক্ষতিকর হতে পারে।

সভায় আরও বক্তব্য দেন বিএনপির সহতথ্যবিষয়ক সম্পাদক ও সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী, জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবিরসহ অন্য নেতারা।

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’