হোম > রাজনীতি

বিএনপির মহাসমাবেশ পণ্ড: রোববার সারা দেশে হরতাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কাকরাইল মোড়ে সংঘর্ষের কারণে নয়াপল্টনে মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর আগামীকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। আজ শনিবার দুপুরে সমাবেশস্থল থেকে এ ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরবর্তী কর্মসূচি নিয়ে সমাবেশ শেষ করার আগে তিনি বলেন, ‘আমরা স্থায়ী কমিটির মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’ তবে উপস্থিত নেতা-কর্মীরা তখনই পরবর্তী কর্মসূচি ঘোষণার জন্য অনুরোধ করলে রোববার সকাল সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করেন তিনি। 

এর আগে সরকার ও পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে মির্জা ফখরুল বলেন, ‘আজকে এই সন্ত্রাসী আওয়ামী লীগ সরকার তাদের পুলিশ বাহিনী একের পর এক গুলি হামলা করে আমাদের শান্তিপূর্ণ সমাবেশকে পণ্ড করেছে। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছি এবং জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। জনগণকে রুখে দাঁড়ানোর অনুরোধ করছি।’ 

এর আগে সমাবেশ চলাকালে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। 

হরতালের বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঢাকা মহানগরে আগামীকাল রোববার সকাল সন্ধ্যা হরতাল। শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হামলা গুলিবর্ষণ এবং অসংখ্য নেতা-কর্মী আহত করার প্রতিবাদে এই কর্মসূচি। 

বিএনপি বলছে, ‘নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে পুলিশ-বিজিবির হামলা ছিল পূর্বপরিকল্পিত, পুলিশের অভ্যন্তরীণ বেতারবার্তা থেকে যার প্রমাণ পাওয়া যায়। স্পষ্টভাবে শোনা যাচ্ছে পুলিশের কর্মকর্তারা নিজেদের সব ইউনিটকে নাইটিঙ্গেল মোড়ে আসতে বলছে এবং বিজিবিকেও জড়ো করছে সেখানে সম্মিলিতভাবে হামলা করার উদ্দেশ্যে।’ 

নানা বাধা উপেক্ষা করে সারা দেশ থেকে বিএনপির মহাসমাবেশে যোগ দিতে নয়াপল্টনে কাল রাত থেকে হাজির হয় নেতা কর্মীরা। মহাসমাবেশ শুরুর পর পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষ হয় বিএনপি নেতাদের। এরপর নয়াপল্টন থেকে বিএনপি নেতাদের সরিয়ে দেয় পুলিশ। 

রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক মোড় এলাকায় পুলিশের ওপর তিন দিক থেকে ঘেরাও করে হামলার ঘটনাও ঘটেছে।

শুক্রবার বাবার কবর জিয়ারত করে জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান

হাদি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ ৯ জানুয়ারি

তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রকে শক্তিশালী করবে: হাসনাত আবদুল্লাহ

স্ত্রী-কন্যাকে নিয়ে মায়ের পাশে তারেক রহমানের দেড় ঘণ্টা

আগামীকাল ৩০০ ফুট-এয়ারপোর্ট রোডে বর্জ্য অপসারণ করবে বিএনপি

তারেক রহমানের দেশে ফেরাকে যেভাবে দেখছে বিশ্ব গণমাধ্যম

গুলশানের বাসভবনে পৌঁছেছেন তারেক রহমান

সবাইকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

এভারকেয়ার থেকে গুলশান বাসভবনের পথে তারেক রহমান

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির