হোম > রাজনীতি

বৈরী আবহাওয়ার কারণে আওয়ামী লীগের শোক র‍্যালি স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আগামীকাল শনিবার শোক র‍্যালি কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ। 

কিন্তু আজ শুক্রবার রাত ১১টার পরে দলটি থেকে জানানো হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পূর্বনির্ধারিত এ শোক র‍্যালি হবে না। 

দলটির উপদপ্তর সম্পাদক সায়েম খান গণমাধ্যমে এসএসএম পাঠিয়ে এ তথ্য জানান। তিনি সেখানে লিখেছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে আগামীকাল (শনিবার) আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শোক মিছিল হবে না। 

গত ৩১ জুলাই আওয়ামী লীগ থেকে জানানো হয়, শুক্রবার (২ আগস্ট) বিকেল ৩টা থেকে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এ শোক মিছিল শুরু হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে। কিন্তু গত ১ আগস্ট সন্ধ্যায় আওয়ামী লীগ থেকে জানানো হয় শুক্রবার নয়, শনিবার শোক মিছিল কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। 

এদিকে একটি সূত্র জানিয়েছে, শোক মিছিল কর্মসূচি নিয়ে ঢাকা জেলা ও মহানগরের সংসদ সদস্যদের নিয়ে শুক্রবার বিকেলে বৈঠক করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেখানে বলা হয়, কোটা আন্দোলনকারীদের শুক্রবার মিছিল আছে। পাল্টাপাল্টি কর্মসূচির কারণে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। তাই তাঁরা শুক্রবারের স্থলে শনিবার কর্মসূচি করার পরামর্শ দেন। পরে বিষয়টি আওয়ামী লীগের হাইকমান্ডকে জানানো হলে শুক্রবারের স্থলে শনিবার শোক মিছিল করার সিদ্ধান্ত হয়। 

তবে শনিবারও ঢাকায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

তারেকের প্রত্যাবর্তন: ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আল-বদর ও আল-শামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ