সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও নতুন নেতৃত্ব সৃষ্টির উদ্দেশ্যে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ সাতটি থানা ও দুইটি বিশ্ববিদ্যালয় কলেজে নতুন কমিটির অনুমোদন দিয়েছে। রোববার রাতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক বছরের জন্য প্রদত্ত আংশিক কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৯০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
প্রদত্ত থানা কমিটি গুলো হলো-রমনা থানা, শ্যামপুর থানা, চকবাজার থানা, বংশাল থানা, লালবাগ থানা, খিলগাঁও থানা ও গেন্ডারিয়া থানা। এ ছাড়া দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ও টি এন্ড টি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘করোনায় যারা মানুষের পাশে ছিল, সাধারণ ছাত্রদের পাশে ছিল, যারা গত জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে নানাভাবে কাজ করেছে তাদের মধ্য থেকেই যাচাই-বাছাই করে কমিটিগুলো করা হয়েছে। যারা ত্যাগী, আওয়ামী পরিবারের সন্তান, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এবং জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করবে তাদের নিয়েই সামনের কমিটিগুলো করা হবে।’