হোম > রাজনীতি

জাতীয় ঐক্য গড়ার এখনই সময়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশ-জাতিকে রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে ‘জাতীয় ঐক্য’ গড়ে তোলার এখনই উপযুক্ত সময় বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ দায়িত্ব পালনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার রাজধানীর বাংলামোটর ওয়াটার ফল রেস্তোরাঁয় গণফোরাম আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণফোরামের সভাপতি মোস্তফা মহসীন মন্টু।

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান ফ্যাসিবাদী সরকারের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা ও গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে গণফোরামের এই ইফতার মাহফিল ইতিবাচক ভূমিকা রাখবে।’ 

মির্জা ফখরুল বলেন, ‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের দায়িত্ব ঐক্য তৈরি করা ফ্যাসিবাদী সরকারের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিদের জনপ্রতিনিধিত্ব সংসদ গড়ে তোলা। এ জন্য আমাদের এখনই সময় জাতীয় ঐক্য গড়ে তোলার।’ 

অনুষ্ঠানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘দেশ ও জাতি আজ মহাসংকটে। এই সংকট জাতীয় সংকট। আর জাতীয় সংকট দূর করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। জাতীয় সমস্যা জাতীয়ভাবে সমাধান করতে হবে। দলীয়ভাবে চিন্তা করে জাতীয় সমস্যার সমাধান হবে না। আমাদের সংগ্রাম কারও বিরুদ্ধে নয় এই সংগ্রাম জনগণ রক্ষা করা সংগ্রাম।’ 

আ সম রব আরও বলেন, ‘জনগণ মাঠে নামতে চায়। তবে তারা জানতে চায় আমাদের প্রতিশ্রুতি। আমাদের প্রতিশ্রুতি দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে মাঠে নামলে এই সরকার এক দিনের জন্যও টিকে থাকতে পারবে না। তাই স্বাধীনতাসংগ্রামের মতো এবার আমরা জনযুদ্ধ করি এই জন্যই আমরা জাতীয় ঐক্য গড়ি।’

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ইসিকে চাপ দেওয়া তারেক রহমানের ‘সেই পরিকল্পনা’র অংশ কি না—জানতে চান নাহিদ

নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে: তাহের

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

তারেক রহমানের সঙ্গে ১১ রাষ্ট্রদূতের বৈঠক

গণভোটের প্রচারণার বিপক্ষে অবস্থান নিয়েছে ইসি: নাহিদ ইসলাম

খেলাফত মজলিসের মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন

ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি স্থগিত

নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করছে বিএনপি, এনসিপির অভিযোগ