হোম > রাজনীতি

বিজয় ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ৪ দিনের কর্মসূচি বিএনপির

আজকের পত্রিকা ডেস্ক­

মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভার পর এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালনে দলের তরফ থেকে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি

১২ ডিসেম্বর, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের হাতে শহীদ হন বাংলার বিশিষ্ট বুদ্ধিজীবীরা। এদিনটি স্মরণ করতে বিএনপি বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছে।

কর্মসূচি অনুযায়ী, ১৩ ডিসেম্বর দুপুর ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে এক আলোচনা সভা।

১৪ ডিসেম্বর ভোরে কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

একই দিন সকাল ৯টায় মীরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হবে।

মহান বিজয় দিবসের কর্মসূচি

মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি একইভাবে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে, যার মধ্যে থাকবে:

১৫ ডিসেম্বর বেলা ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয় দিবসের আলোচনা সভা।

১৬ ডিসেম্বর ভোরে দলের সকল কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

সকাল সাড়ে ৭টায় সাভারে জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে। এরপর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হবে।

১৬ ডিসেম্বর বেলা ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে ‘সবার আগে বাংলাদেশ’ সংগঠনের উদ্যোগে এক সর্বজনীন কনসার্টও অনুষ্ঠিত হবে।

রুহুল রিজভী আরও জানান, সারা দেশে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলোর ইউনিটগুলো স্থানীয় সুবিধা অনুযায়ী শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদ্‌যাপন করবে। পাশাপাশি, বিজয় দিবস উপলক্ষে পোস্টার প্রকাশ এবং নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আলোকসজ্জার ব্যবস্থা করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যনি এবং দলের অন্যান্য নেতৃবৃন্দ।

নির্বাচনী সমঝোতা: এখনো হিসাব মেলাচ্ছে জামায়াত ও এনসিপি

তারেকের প্রত্যাবর্তনে উজ্জীবিত বিএনপি

স্মৃতিসৌধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করলেন তারেক রহমান

‘কৌশলগত কারণে’ গণঅধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান, যাচ্ছেন বিএনপিতে

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান

১৯ বছর পর বাবার কবরের পাশে একান্তে অশ্রুসজল তারেক রহমান

সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে পৌঁছাতে পারলেন না তারেক রহমান, তাঁর পক্ষে শ্রদ্ধা নিবেদন কেন্দ্রীয় নেতাদের

বেকার ভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দিতে চাই: জামায়াত আমির

২৪৩ আসনে প্রার্থী দিল জি এম কাদেরের জাপা