হোম > রাজনীতি

রিজভীর আরও চিকিৎসার প্রয়োজনীয়তা দেখছেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা থেকে সুস্থ হলেও ভুলভাল বক্তব্য দেওয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আরও চিকিৎসার প্রয়োজন আছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। রিজভীর চিকিৎসায় প্রয়োজনে সরকার সহায়তা করবে বলেও জানিয়েছেন তিনি। 

সচিবালয়ে বুধবার এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, রিজভী অসুস্থ থাকায় ওনার বক্তব্য আমরা অনেক দিন মিস করছিলাম। তিনি সুস্থ হয়ে ফিরে এসেছেন এবং বক্তব্য দিচ্ছেন, এ জন্য স্বস্তি প্রকাশ করছি। তাঁর বক্তব্যে মনে হচ্ছে তিনি এখনও পুরোপুরি সুস্থ হননি। সে কারণে তাঁর আরেকটু বিশ্রাম দরকার, আরেকটু চিকিৎসা দরকার। তিনি যে বক্তব্য রেখেছেন, এটি আসলে সুস্থতার লক্ষণ নয়, আরও সুচিকিৎসার প্রয়োজন আছে বলে আমি মনে করি। ড্যাবের ডাক্তাররা এটা করতে পারেন। দরকার হলে আমরাও সহায়তা করতে পারি। 

করোনার টিকা নিয়ে বিএনপি প্রথম থেকেই বিভ্রান্তি ছড়িয়েছে দাবি করে তথ্যমন্ত্রী বলেন, এই টিকা প্রদান ও টিকা গ্রহণ জনস্বার্থের কাজ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত কোনো টিকা নিয়ে যদি বিভ্রান্তি ছড়ানো হয় তাহলে তা অবশ্যই জনস্বার্থবিরোধী এবং শাস্তিযোগ্য অপরাধ। রিজভী যে টিকা নিয়েছেন ওই টিকাও কিন্তু সরকার সংগ্রহ করেছে। 

করোনার টিকা নিয়ে ধারাবাহিকভাবে সমালোচনা করে আসা রিজভী এই ভাইরাসে আক্রান্ত হন। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর করোনার টিকা নিয়েছেন তিনি। রিজভীর টিকা নেওয়ার পর আওয়ামী লীগ নেতারা এ নিয়ে টিপ্পনী কাটলে এর জবাবে তিনি জানান, ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে সন্দেহ ও আশঙ্কা থাকায় তিনি সে টিকা নেননি। পরে যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা নিয়েছেন তিনি। 

‘কুশিলবদের মুখোশ উন্মোচন হওয়া প্রয়োজন’
ইতিহাসকে সঠিক তথ্যনির্ভর করতে জিয়াউর রহমানসহ যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের কুশীলব ছিলেন তাদের মুখোশ উন্মোচন হওয়া প্রয়োজন বলে মনে করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। 

হাছান মাহমুদ বলেন, ‘ইতিহাসকে সঠিক তথ্যনির্ভর করার জন্য জিয়াউর রহমানসহ যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের কুশীলব ছিলেন তাদের মুখোশ উন্মোচন হওয়া প্রয়োজন, এটি আজ সময়ের দাবি। অন্যথায় ইতিহাসের সঠিক তথ্য সন্নিবেশিত হবে না, ইতিহাসের দায়টা আমরা এড়াতে পারব না।’ 

তথ্য অধিদপ্তর আয়োজিত বঙ্গবন্ধুকে নিয়ে সাত দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী, ডিজিটাল ডিসপ্লে এবং বঙ্গবন্ধু ই-কর্নারের উদ্বোধন করে বক্তব্য দেন তথ্যমন্ত্রী। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান, তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেন এবং প্রধান তথ্য কর্মকর্তা (দায়িত্বে) মো. শাহেনুর মিয়া উপস্থিত ছিলেন। 

তথ্যমন্ত্রী বলেন, যারা দেশটাই চায়নি তারা এখন বাংলাদেশে আস্ফালন করে, রাজনীতি করে। এদেরকে পৃষ্ঠপোষকতা করে বিএনপি। আমাদের দুর্ভাগ্য আমাদের দেশে স্বাধীনতা যুদ্ধের সময় যারা বিরুদ্ধাচারণ করেছেন, মুক্তিকামী মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন তারা এখন রাজনীতি করে, আর তাদের সেই সুযোগ করে দিয়েছেন জিয়াউর রহমান। জামায়াতে ইসলামসহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো বঙ্গবন্ধু নিষিদ্ধ করেছিলেন, জিয়াউর রহমান ক্ষমতা দখল করে ধর্মভিত্তিক রাজনীতির অনুমতি দিয়েছেন।

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ইসিকে চাপ দেওয়া তারেক রহমানের ‘সেই পরিকল্পনা’র অংশ কি না—জানতে চান নাহিদ

নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে: তাহের

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

তারেক রহমানের সঙ্গে ১১ রাষ্ট্রদূতের বৈঠক

গণভোটের প্রচারণার বিপক্ষে অবস্থান নিয়েছে ইসি: নাহিদ ইসলাম

খেলাফত মজলিসের মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন

ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি স্থগিত

নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করছে বিএনপি, এনসিপির অভিযোগ