হোম > রাজনীতি

সামনে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সামনে কঠিন চ্যালেঞ্জ, তা মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন—সামনে নির্বাচনের চ্যালেঞ্জ, বিরোধী দলের আন্দোলনের চ্যালেঞ্জ, ভিশন ২০৪১ বাস্তবায়নের চ্যালেঞ্জ, আওয়ামী লীগকে সুসংগঠিত করার চ্যালেঞ্জ।

আজ সোমবার সকালে মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘এমারটি-৬ মেট্রোরেলের কাজ আগামী বছর সমাপ্ত হবে। বুধবার (২৮ ডিসেম্বর) উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করা হচ্ছে। ছয়টি এমআরটি লাইন হবে। এরপর শুরু হবে এমআরটি ওয়ান। রাজধানীর কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ২১ কিলোমিটার পাতাল সড়ক ও দশ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড। দক্ষিণ এশিয়ার একমাত্র নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হবে অচিরেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘শান্তিপূর্ণ কোনো আন্দোলন মোকাবিলা করার শক্তি সামর্থ্য আওয়ামী লীগের আছে। গঠনমূলক সমালোচনাকে তিনি স্বাগত জানান। তবে বিদ্বেষমূলক সমালোচনাকে নয়।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমার ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমানত।’ তিনি এ জন্য সবার সহযোগিতা কামনা করেন। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাবেন না। বসালে এ দেশের জনগণ বসাবেন। অভ্যন্তরীণ বিষয় নিয়ে নিজেরাই সমাধান করব।’

আরেক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘পাকিস্তান ছাড়া পৃথিবীর আর কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার নেই।’ 

বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে উসকানিমূলক কথাবার্তা বলছে: মির্জা আব্বাস

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু