হোম > রাজনীতি

সংসদ থেকে পদত্যাগের কোনো চিন্তা নেই জাতীয় পার্টির: চুন্নু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপিদলীয় ৭ সংসদ সদস্য। আজ শনিবার দলটির ঢাকা বিভাগীয় গণসমাবেশে দলের পক্ষ থেকে এই ঘোষণা দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম সিরাজ। 

এ সময় জাতীয় পার্টির নেতাদেরও সংসদ থেকে পদত্যাগের আহ্বান জানান বিএনপির নেতৃবৃন্দ। তবে এখনই সংসদ থেকে পদত্যাগের কোনো চিন্তা জাতীয় পার্টির নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। 

আজ শনিবার গোলাপবাগ মাঠে জাতীয় পার্টির সদস্যদের পদত্যাগের আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, ‘আমাদের সাতজন এমপি পদত্যাগ করেছেন। জাতীয় পার্টির সংসদ সদস্যদের বলব, আপনারাও পদত্যাগ করুন।’ 

এ আহ্বানের প্রেক্ষিতে জাতীয় পার্টির অবস্থান জানতে চাইলে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু আজকের পত্রিকাকে বলেন, ‘এটা তাঁদের কথা। তাঁরা আহ্বান জানাতেই পারেন। তাঁদের অবস্থান আর আমাদের অবস্থান এক নয়। আমরা আমদের নিজস্ব গতিতে চলছি। এই মুহূর্তে আমাদের সংসদ থেকে পদত্যাগের কোনো চিন্তা নেই।’ 

এদিকে জাতীয় সংসদ থেকে বিএনপির সাতজন চলে গেলে সংসদ অচল হয়ে যাবে না জানিয়ে শনিবার বিকেলে সাভারে আওয়ামী লীগের এক সমাবেশে দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় সংসদে আওয়ামী লীগের বিশাল সংখ্যাগরিষ্ঠতা আছে। বিএনপির সাতজন চলে গেলে সংসদ অচল হয়ে পড়বে, এটা ভাবার কোনো কারণ নেই। এর জন্য দলটিকে (বিএনপি) অনুতাপ করতে হবে।’ 

মায়ের জন্য দোয়া করলেন তারেক রহমান

খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন পরিবারের সদস্যরা

এবার ভোটের মাঠে আত্মবিশ্বাসী বিএনপি

জানাজা-দাফনে সহযোগিতায় তারেকের ধন্যবাদ

খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণ: মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও দোয়া

নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

বিএনপির সঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা জামায়াতের, তারেক রহমানকে জানালেন আমির

তারেক রহমানকে সমবেদনা জানাতে গেলেন জামায়াত আমির

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

জামায়াতের সঙ্গে সমঝোতা: এবার এনসিপি ছাড়লেন মুশফিক উস সালেহীন