হোম > রাজনীতি

নির্বাচন কমিশন সরকারের দালাল: খন্দকার মোশাররফ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারের আনুকূল্যে থেকে তাদের হয়ে বর্তমান নির্বাচন কমিশন (ইসি) কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। যেকারণে এই কমিশনকে ‘সরকারের দালাল’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

আজ শুক্রবার সকালে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোশাররফ। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। এ সময় সম্প্রতি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সর্বোচ্চ দেড় শ’ আসনে ইসির ভোট গ্রহণের সিদ্ধান্তের সমালোচনা করেন। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ইসির ভূমিকা নিয়ে সংশয়ের কথাও জানান তিনি।

খন্দকার মোশাররফ বলেন, ‘নির্বাচন কমিশন একই কাজ ২০১৪ তে করেছে, ২০১৮ তে করেছে, এবারও করবে। সে জন্য কিন্তু আমরা কমিশন গঠন প্রক্রিয়ায় যুক্ত হইনি, তাদের সংলাপেও অংশ গ্রহণ করি নাই। আমরা জানি যে, এই নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। এটা বর্তমান সরকারের আনুকূল্যে, নির্বাচন কমিশন তাদের (সরকার) দালাল হিসেবে কাজ করছে।’

ইভিএম এ ভোট গ্রহণের সিদ্ধান্ত প্রসঙ্গে মোশাররফ বলেন, ‘যারা সংলাপে অংশ গ্রহণ করেছেন, তাদের মধ্যে বেশির ভাগ দল ইভিএমের বিরুদ্ধে কথা বলেছে। ইভিএম এমন একটা পদ্ধতি যেটা মানুষ তৈরি করে, মানুষেরা কিন্তু পরিবর্তন করতে পারে। সেজন্য পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলোতে ইভিএম পদ্ধতি বাতিল করে দিয়েছে।’ 

খন্দকার মোশাররফ বলেন, ‘এ দেশের মানুষ নিজের হাতে ভোট দেওয়ার অধিকার পায় না। সেখানে ইভিএমের মাধ্যমে, মেশিনের মাধ্যমে কীভাবে ভোট নিশ্চিত হবে। এটা হচ্ছে এমন একটা পদ্ধতি…বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগ একবার বিনা ভোটে হয়েছে, একবার দিনের ভোট রাতে ডাকাতি করে হয়েছে। এইবার ইভিএম এর মাধ্যমে ভোট চুরি করতে চায়। আজকে তারা (সরকার) তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে আগামী নির্বাচন ইভিএম এ ভোট করার ঘোষণা দিয়েছে। আমরা মনে করি-এটা জনগণ গ্রহণ করে না, কোনো রাজনৈতিক দল গ্রহণ করে নাই।’

নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে দলের অবস্থান তুলে ধরে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘আমরা বলেছি, এই সরকারের অধীনে এবং এই নির্বাচন কমিশনের অধীনে আমরা নির্বাচনে যাব না, এ দেশের মানুষ যাবে না। ভোটে ইভিএম চালু করা হলে তাহলেও আমরা এটা গ্রহণ করব না। ইভিএম এ ভোটের এই সিদ্ধান্তে এটা প্রমাণিত হয়েছে যে, সরকার আবার গায়ের জোরে ইভিএম এ, মেশিনে ভোট চুরি করে আবার ক্ষমতায় আসতে চায়। দেশের জনগণ এটা মানবে না।’

সংগঠনটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা