হোম > রাজনীতি

ছাত্রলীগের নেতা নির্বাচনের দায়িত্ব শেখ হাসিনার হাতে

ঢাবি প্রতিনিধি

বাংলাদেশ ছাত্রলীগের ৩০ তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নেতা নির্বাচনের সিদ্ধান্তের দায়িত্ব আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার হাতে দায়িত্ব অর্পণ করল ছাত্রলীগের কাউন্সিলরেরা।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার সময়ে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রলীগের দ্বিতীয় অধিবেশনে নেতা নির্বাচনের দায়িত্ব শেখ হাসিনার হাতে অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

কাউন্সিলরেরা বলেন, ‘দলীয় সভাপতি শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত। নেতা নির্বাচনের ব্যাপারে ওনার সিদ্ধান্ত আমরা সকলেই মেনে নিব।’ 

এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম অধিবেশনের শেষে ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রলীগের আজকের সম্মেলনের প্রথম অধিবেশন এখানেই সমাপ্ত। দ্বিতীয় অধিবেশন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ ছাত্রলীগের পদপ্রত্যাশীরা সেখানে নাম প্রস্তাব করবেন। প্রস্তাবিত সেই তালিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে। সেখান থেকেই আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলনের আগে কমিটির চূড়ান্ত অনুমোদন দেবেন আমাদের সভানেত্রী।’ 

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্যবৃন্দ ও শীর্ষ পদপ্রত্যাশী নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। গত ২৯ তম জাতীয় সম্মেলনেও নেতা নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে অর্পণ করেন কাউন্সিলররা। 

এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশী হিসেবে ২৫৪টি মনোনয়নপত্র বিক্রি হয়। ঢাকা মহানগর উত্তরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট ১৮৭টি মনোনয়নপত্র বিক্রি হয়। দক্ষিণে ১৮২টি মনোনয়নপত্র বিক্রি হয়। ঢাবি শাখায় ২৪৫টি মনোনয়নপত্র বিতরণ করা হয়।

রাঙামাটিতে বড় ফ্যাক্টর জেএসএস সমর্থকেরা

বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ