হোম > রাজনীতি

শেখ হাসিনার হাত দিয়ে আওয়ামী লীগের ২২তম সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পতাকা উত্তোলন করে এবং পায়রা উড়িয়ে আওয়ামী লীগের ২২তম সম্মেলনের উদ্বোধন করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। 

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন দলটির প্রধান। এর আগে সকাল ১০টা ২৫ মিনিটে সমাবেশস্থলে এসে পৌঁছান তিনি। এ সময় মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয় ওঠে পুরো সমাবেশস্থল। 

সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে কাউন্সিলর, ডেলিগেট, সম্মানিত অতিথি ও নেতা–কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে মিছিল নিয়ে আসতে শুরু করেন। 

সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই নেতা–কর্মীরা সমাবেশস্থলে জড়ো হয়েছেন। সোহরাওয়ার্দী উদ্যানমুখী সড়কগুলো দলীয় নেতা–কর্মীদের মিছিলে স্লোগানমুখর হয়ে উঠেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতা–কর্মীরা সমাবেশস্থলকে স্লোগানমুখর করে তুলেছেন। সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা গেছে। 

গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশে রমনা কালীমন্দিরমুখী করে সম্মেলন মঞ্চ করা হয়। পদ্মা সেতু ও নৌকার আদলে ৮২ ফুট দৈর্ঘ্য এবং ৪৪ ফুট প্রস্থের এই মঞ্চে আছে ১২০ জনের আসন। 

দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সাত হাজার কাউন্সিলর যোগ দিচ্ছেন সম্মেলনে। তাঁদেরই ভোট দিয়ে তিন বছরের জন্য দলের নেতৃত্ব নির্ধারণ করার কথা। এবার থাকছেন না কোনো বিদেশি অতিথি। তবে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের আমন্ত্রণ জানানো হয়েছে। 

আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মীদের পদচারণায় পুরো এলাকায় একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

সুদানে ৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

এআই দিয়ে তৈরি ছবি বুঝতে না পারায় দুঃখ প্রকাশ করলেন রিজভী

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

নির্বাচন অত সহজ হবে না–আমার কথাই সত্যি হচ্ছে: তারেক রহমান

হাদির ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জামায়াত

বক্তব্যে ভুয়া ছবির উল্লেখ করায় রিজভীকে ক্ষমা চাইতে বললেন ডাকসু ভিপি সাদিক

গণতন্ত্রের ‘টর্চ বেয়ারার’ তারেক রহমানের অপেক্ষায় বাংলাদেশ: আমীর খসরু

হাদি আমার সন্তান সমতুল্য, গুলিবিদ্ধের সংবাদে মানসিকভাবে আহত হয়েছি: মির্জা আব্বাস

ওসমান হাদি আওয়ামী লীগের অন্যতম টার্গেট ছিলেন: রাশেদ খান