হোম > রাজনীতি

‘আওয়ামী লীগ নেতারা নপুংশকের মতো ছিলেন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ নেতারা নপুংশকের মতো ছিলেন। তাই ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর পরিবারসহ হত্যার পর তাঁরা সুড়সুড় করে খুনিদের কাছে আত্মসমর্পণ করেছিলেন। তখন আমরা হতভম্ব হয়ে গিয়েছিলাম, কিংকর্তব্যবিমূঢ় হয়ে গিয়েছিলাম। ফলে কোনো প্রতিবাদ হয়নি। 

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। 

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম বলেন, ২৩ বছর ধরে বঙ্গবন্ধু যে শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন, একই অপশক্তির বিরুদ্ধে এখনো লড়াই হচ্ছে। এরাই ২০০৪ সালে আমাদের প্রিয় নেত্রীকে হত্যা করতে চেয়েছিলেন। 

তিনি বলেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। ঠিক একইভাবে তার পুত্র শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। তারাই সেই অপশক্তি। জিয়া ওই সময় যুদ্ধ করেছিল আইএসআই-এর (পাকিস্তানি সামরিক গোয়েন্দা সংস্থা) এজেন্ট হিসেবে। তাই ইনডেমনিটি (দায়মুক্তি) আইন করে বঙ্গবন্ধুর হত্যাকারীদের ক্ষমা করেছিল। 

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও অন্য নেতারা। 

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ইসিকে চাপ দেওয়া তারেক রহমানের ‘সেই পরিকল্পনা’র অংশ কি না—জানতে চান নাহিদ

নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে: তাহের

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

তারেক রহমানের সঙ্গে ১১ রাষ্ট্রদূতের বৈঠক

গণভোটের প্রচারণার বিপক্ষে অবস্থান নিয়েছে ইসি: নাহিদ ইসলাম

খেলাফত মজলিসের মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন

ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি স্থগিত

নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করছে বিএনপি, এনসিপির অভিযোগ