হোম > রাজনীতি

আন্দোলনের নামে যারা বাস ভাঙচুর করে, আগুন দেয়—এরাই পলিটিক্যাল ভায়োলেন্সে আছে: কাদের 

ঢাবি প্রতিনিধি

নির্বাচন সামনে রেখে আন্দোলনের নামে যারা বাস ভাঙচুর করে, আগুন দেয়—এরাই পলিটিক্যাল ভায়োলেন্সে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সকাল সাড়ে ৭টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন কাদের। 

‘নির্বাচনে বাধা দিলে যুক্তরাষ্ট্রের ভিসা পাবে না’—যুক্তরাষ্ট্রের ভিসা নীতির ব্যাপারে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে, সব দল অংশগ্রহণ ও সহযোগিতা করবে। আমরা নির্বাচন চাই, বাধা প্রদানকারীর ব্যাপারে বক্তব্য আছে। নির্বাচনে যারা বাধা দেবে, তাদের আমরা প্রতিহত করব। যারা আন্দোলনের নামে নির্বাচন সামনে রেখে বাসে আগুন দেয়, বাস ভাঙচুর করে, এরাই পলিটিক্যাল ভায়োলেন্সে আছে।’

কাজী নজরুল ইসলাম সম্পর্কে বলতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নজরুল প্রেমের কবি, বিদ্রোহ ও বেদনার কবি। সাহিত্যের সব শাখাতেই তাঁর বিচরণ রয়েছে। অসাম্প্রদায়িক ও মানবতার কবি। এই চেতনায় আমরা উজ্জীবিত হতে চাই। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অন্তরায় সৃষ্টিকারী সাম্প্রদায়িক গোষ্ঠী, সাম্প্রদায়িকতা আজকে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ বাংলাদেশে বিস্তার করেছিল। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ হয়েছে। আমাদের আরও লড়াই করতে হবে। সেটি আজকে আমাদের অঙ্গীকার, সেটাই হবে নজরুলের চেতনার প্রতীক।’

এবার ভোটের মাঠে আত্মবিশ্বাসী বিএনপি

জানাজা-দাফনে সহযোগিতায় তারেকের ধন্যবাদ

খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণ: মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও দোয়া

নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

বিএনপির সঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা জামায়াতের, তারেক রহমানকে জানালেন আমির

তারেক রহমানকে সমবেদনা জানাতে গেলেন জামায়াত আমির

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

জামায়াতের সঙ্গে সমঝোতা: এবার এনসিপি ছাড়লেন মুশফিক উস সালেহীন

নির্বাচনী হলফনামা: মডেল মেঘনা পেশায় রাজনৈতিক প্রশিক্ষক, নেই গয়না-গাড়ি

এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ