হোম > রাজনীতি

আন্দোলনের নামে যারা বাস ভাঙচুর করে, আগুন দেয়—এরাই পলিটিক্যাল ভায়োলেন্সে আছে: কাদের 

ঢাবি প্রতিনিধি

নির্বাচন সামনে রেখে আন্দোলনের নামে যারা বাস ভাঙচুর করে, আগুন দেয়—এরাই পলিটিক্যাল ভায়োলেন্সে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সকাল সাড়ে ৭টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন কাদের। 

‘নির্বাচনে বাধা দিলে যুক্তরাষ্ট্রের ভিসা পাবে না’—যুক্তরাষ্ট্রের ভিসা নীতির ব্যাপারে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে, সব দল অংশগ্রহণ ও সহযোগিতা করবে। আমরা নির্বাচন চাই, বাধা প্রদানকারীর ব্যাপারে বক্তব্য আছে। নির্বাচনে যারা বাধা দেবে, তাদের আমরা প্রতিহত করব। যারা আন্দোলনের নামে নির্বাচন সামনে রেখে বাসে আগুন দেয়, বাস ভাঙচুর করে, এরাই পলিটিক্যাল ভায়োলেন্সে আছে।’

কাজী নজরুল ইসলাম সম্পর্কে বলতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নজরুল প্রেমের কবি, বিদ্রোহ ও বেদনার কবি। সাহিত্যের সব শাখাতেই তাঁর বিচরণ রয়েছে। অসাম্প্রদায়িক ও মানবতার কবি। এই চেতনায় আমরা উজ্জীবিত হতে চাই। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অন্তরায় সৃষ্টিকারী সাম্প্রদায়িক গোষ্ঠী, সাম্প্রদায়িকতা আজকে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ বাংলাদেশে বিস্তার করেছিল। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ হয়েছে। আমাদের আরও লড়াই করতে হবে। সেটি আজকে আমাদের অঙ্গীকার, সেটাই হবে নজরুলের চেতনার প্রতীক।’

মির্জা ফখরুলের ফেসবুক পেজ হ্যাকের চেষ্টা

শাহবাগে এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত, ‘সর্বোচ্চ সতর্কতা’ অবলম্বনের আহ্বান নাহিদের

লাশের রাজনীতি, মবের সংস্কৃতি কোনোভাবেই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে না: মাহদী আমিন

সহিংসতায় না জড়িয়ে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের আহ্বান আসিফ মাহমুদের

হাদির আততায়ীর ও প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে: মির্জা ফখরুল

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি