রাজধানীর পল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম মজনুসহ ১০ জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার বিকেলে তাঁদের আদালতে হাজির করা হয়। সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম শহিদুল ইসলাম তাঁদের জামিন আবেদন বাতিল করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মজনু ছাড়া বাকিরা হলেন-মোহাম্মদ আলী মান্নান, মো. মফিকুল ইসলাম, সোহেল শিকদার, জহিরুল ইসলাম, কাজী ইমতিয়াজ আহমেদ টিপু, মিন্টু, ফারহান আলী রছি, মনিরুল ইসলাম সজল ও সাদেকুর রহমান।
উল্লেখ্য, গতকাল রোববার নয়াপল্টনে ছাত্রদল নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম মজনুসহ ২৩ জন নেতা-কর্মীকে আটক করে পুলিশ। এরপর পল্টন থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।