হোম > রাজনীতি

মহিলা দলের নারী দিবসের শোভাযাত্রায় পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শুক্রবার দুপুরে শোভাযাত্রা আয়োজন করেছিল জাতীয়তাবাদী মহিলা দল। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করলে অনুমতি না থাকার কারণ দেখিয়ে শোভাযাত্রায় বাধা দেয় পুলিশ। 

শোভাযাত্রায় পুলিশি বাধার প্রতিবাদ জানিয়ে মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক। আজ নারী দিবস। সেখানে পুলিশ নারীদের শান্তিপূর্ণ মিছিল করতে দিল না। দেশের নারী সমাজ কেমন আছে এটাই তার প্রমাণ। আজ আমাদের শান্তিপূর্ণ র‍্যালি পণ্ড করে দেওয়ার ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ 

ডিএমপির মহিলা শাখার এডিসি ফারজানা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, ‘যেটা পারমিশন ছিল—ওনারা সমাবেশ করেছেন, বক্তব্য দিয়েছেন সেখানে আমরা বাধা দিইনি। যতটুকু পারমিশন ছিল সেটা আমরা করতে দিয়েছি।’ 

র‍্যালি কেন করতে দিলেন না—এমন প্রশ্নের জবাবে ফারজানা ইয়াসমিন বলেন, ‘ওনাদের বক্তব্য দেওয়ার পারমিশন ছিল, বক্তব্য দিয়েছেন। আজ জুম্মার সময় গাড়ি চলাচল করছে। এই র‍্যালি করতে দিলে যানবাহন চলাচলের সমস্যা সৃষ্টি হবে, সে জন্য আমরা সেটা করতে দিইনি। যতটুকু পারমিশন ছিল ততটুকু আমরা করতে দিয়েছি।’ 

নারী দিবসে মহিলা দলের র‍্যালি উপলক্ষে আজ শুক্রবার সকাল থেকে ফকিরাপুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত বিভিন্ন গলিতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। রায়ট কার, জলকামানের গাড়িও উপস্থিত ছিলে সেখানে। 
  
শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশের প্রতিটি ক্ষেত্রে দখল ও সিলেকশনের প্রক্রিয়া চলছে। যা নিয়ে কেউই প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।’ 

সবক্ষেত্রে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করা হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘ক্ষমতাসীনদের ছত্রচ্ছায়ায় বাংলাদেশ ধর্ষণের দেশে পরিণত হয়েছে। যেখানে ক্ষমতাসীন দলের লোকেরাই জড়িত। দুর্ভাগ্যজনকভাবে কোনো বিচারের প্রয়োগ নেই।’ নারীবাদীরা এসব বিষয়ে নির্বিকার মন্তব্য করে আমীর খসরু বলেন, ‘নাগরিক অধিকার ফিরে না এলে নারীর ক্ষমতায়নের কোনো সুযোগ নেই।’

জানাজা-দাফনে সহযোগিতায় তারেকের ধন্যবাদ

খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণ: মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও দোয়া

নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

বিএনপির সঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা জামায়াতের, তারেক রহমানকে জানালেন আমির

তারেক রহমানকে সমবেদনা জানাতে গেলেন জামায়াত আমির

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

জামায়াতের সঙ্গে সমঝোতা: এবার এনসিপি ছাড়লেন মুশফিক উস সালেহীন

নির্বাচনী হলফনামা: মডেল মেঘনা পেশায় রাজনৈতিক প্রশিক্ষক, নেই গয়না-গাড়ি

এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলীয় প্রার্থী: সালাহউদ্দিন আহমদ