হোম > রাজনীতি

দ্রব্যমূল্য বাড়ায় রমজান স্বস্তিদায়ক হবে না: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আওয়ামী লীগের সময় কোনো দিন দেখিনি যে এ দেশের মানুষ স্বস্তিতে রমজান পালন করেছে। বাজারে যাব কিনতে, দেখব পকেটে টাকা নাই, কিনতে কিনতে শেষ। আমরা যেহেতু মুসলমান সেহেতু রমজান পালন করব। কিন্তু রমজান স্বস্তিদায়ক হবে না। কারণ, রজমানের মধ্যেই জিনিসপত্রের দাম বাড়বে।’

আজ সোমবার দুপুরে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘জনগণের মৌলিক অধিকার, গণতন্ত্রের অধিকার এবং কথা বলার অধিকার বাঁচানোর জন্য এই আন্দোলন চলবে। আন্দোলন থেমে থাকবে না। আমরা না পারি অন্য কেউ করবে, আন্দোলন হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘সরকার এখন একটা ভয়ে আছে। যদিও তারা সরকারে আছে। ঠিক সরকার বলা যাবে না। একটা রাজত্ব চলছে। তারা ভয়ে ও আতঙ্কে আছে। তারা ডামি নির্বাচন করল। ডামি নির্বাচন বিশ্বব্যাপী প্রচলন হয়ে গেছে। এই ডামি সরকারের ডামি মন্ত্রীরাই কথাবার্তা বলছেন। আর দাপ্তরিক কাজগুলোও করছে, যা অবৈধ।’

সম্প্রতি নিজের এক বক্তব্য প্রসঙ্গে আব্বাস বলেন, ‘বিএনপি এবং এ দেশের জনগণ যাতে ভোট দিতে না পারে, এই প্রক্রিয়া বর্তমান সরকার বহু আগে থেকেই শুরু করেছে। এটাই ছিল আমার বক্তব্যে। জনগণের কোনো দাবি তারা (সরকার) মানে নাই। ফলে জনগণ নির্বাচনে অংশগ্রহণ করে নাই।’

এ সময় চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার কথাও জানান মির্জা আব্বাস। তবে কোন দেশে এবং কবে নাগাদ যাবেন তা জানাননি তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘ইতিমধ্যে চিকিৎসার জন্য আমাদের অনেকে বাইরে (বিদেশ) চলে গেছেন। আমারও যাওয়ার কথা। কিন্তু দুর্ভাগ্যক্রমে সরকারি প্রতিবন্ধকতার কারণে এই মুহূর্তে যেতে পারছি না। আমি ও আমার পরিবার যাব। আমার চিকিৎসা করা প্রয়োজন।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘২৮ অক্টোরের পরে এই প্রথম আপনাদের সঙ্গে আমার আনুষ্ঠানিক সাক্ষাৎ হলো। যদিও আগেও আমি ভেবেছিলাম যে আপনাদের সঙ্গে একটু আলাদাভাবে আলাপ করব। কিন্তু হয়ে ওঠে নাই।’

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’