হোম > রাজনীতি

'আওয়ামী সিন্ডিকেটকে সুবিধা দিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে না সরকার'

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য আওয়ামী লীগের ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এই সিন্ডিকেটের কারণে সরকার দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে পারছে না বলে অভিযোগ করেছেন তিনি। 

আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির মানববন্ধনে খন্দকার মোশাররফ এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ। সরকার জানে দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে যে সিন্ডিকেট আছে, তারা সবাই আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ী। যে কারণে সরকার দ্রব্যমূল্যের লাগাম টেনে না ধরে উল্টো এই সিন্ডিকেটকে উৎসাহিত করছে। তাঁদের সুবিধা দেওয়ার জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নিচ্ছে না। 

মোশাররফ বলেন, দেশের মানুষ আজ বিপর্যস্ত। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। মধ্যবিত্ত মানুষ আজ নিম্নবিত্তে পরিণত হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে অনেক মানুষ দুবেলা দুমুঠো ভাত খেতে পারছে না। অনেকে অর্ধাহারে-অনাহারে থাকছে। 

দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক সহিংস ঘটনার উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আগামী নির্বাচন একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে হতে হবে, এটা জনগণের দাবি। এই দাবিতে জনগণ যখন ঐক্যবদ্ধ হচ্ছে, তখন নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে সরকার একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। আগামী দিনের আন্দোলন-সংগ্রাম থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে সরকার নানা রকম ফন্দি আঁটছে। পূজামণ্ডপের ঘটনাও তারই অংশ। 

সরকারপতনের আহ্বান জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, এই সরকার নানাভাবে গায়ের জোরে ক্ষমতায় রয়েছে। তাদের জনগণের প্রতি দায় নেই। বিএনপির নেতৃত্বে আজ দেশের জনগণ ঐক্যবদ্ধ। জনগণের প্রত্যাশা পূরণে এই সরকারকে বিদায় করতে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। একমাত্র লক্ষ্য হবে এই সরকারকে বিদায় দেওয়া। 

পত্রিকা অফিসে হামলার গোয়েন্দা তথ্য ছিল, আমলে নেওয়া হয়নি: সালাহউদ্দিন

হাদিকে কারা হত্যা করেছে, জনগণের বুঝতে বাকি নেই: গোলাম পরওয়ার

তারেক রহমানের জন্য নির্ধারিত ফ্লাইটের দুই কেবিন ক্রুকে প্রত্যাহার

‘নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে’, হাদির কবর জিয়ারত করে বললেন জামায়াত আমির

‘আমি তো মামলা করি না, ডাইরেক্ট ওয়ারেন্ট করাই’

২,০০০ পুলিশের বলয়ে থাকবেন তারেক রহমান

জুলাইকে দক্ষিণপন্থী ভাবাদর্শ বানাতে উঠেপড়ে লেগেছে নব্য ফ্যাসিবাদী শক্তি: উদীচী

কতিপয় রাজনৈতিক দল পানি ঘোলা করে ফায়দা লোটার চেষ্টা করছে: মির্জা আব্বাস

হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে: সালাহউদ্দিন

মার্কা যা-ই হোক, সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব: রুমিন ফারহানা