হোম > রাজনীতি

সরকারকে মানুষের পাশে দাঁড়াতে বাধ্য করব: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দলীয় লোকদের সুবিধা দিতেই বর্তমান সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি বলেছেন, ‘সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সরকারকে বাধ্য করব।’ 

রাজধানীর পল্লবীর একটি কমিউনিটি সেন্টারে আজ রোববার জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন জি এম কাদের।

জি এম কাদের বলেন, ‘গরিব মানুষকে বাঁচাতে সরকারের কোনো আশ্বাস বাস্তবায়িত হয়নি। সহায়তার নামে নিজেদের দলীয় কিছু মানুষকে সাহায্য করা হচ্ছে। ন্যায়বিচারবঞ্চিত মানুষদের পাশে আমাদের দাঁড়াতে হবে। মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে, আমরা তাদের পাশে দাঁড়াব। আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সরকারকেও বাধ্য করব।’ 

রমজানেও দেশের মানুষ ভালো নেই জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, রমজানে দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে। নিজেদের আয় দিয়ে তারা জীবিকা নির্বাহ করতে পারছে না। মালামালের দাম বাড়ছে প্রতি সপ্তাহে। অথচ সরকারের পক্ষ থেকে বলা হয়, দাম বেশি হলেও বেচাকেনা তো হচ্ছে। 

দেশে চরম বৈষম্য তৈরি হয়েছে উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘সরকার সাধারণ মানুষকে কষ্ট দিয়ে সাধারণ মানুষের টাকায় চাকচিক্য দেখাচ্ছে। বেশির ভাগ মানুষ কষ্ট করবে আর কিছু মানুষ রাজা-বাদশার মতো জীবন কাটাবে, তা হতে পারে না।’

ভোটের রাজনীতি: জোটের পর তরুণদের আস্থা হারাচ্ছে এনসিপি

মায়ের জন্য দোয়া করলেন তারেক রহমান

খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন পরিবারের সদস্যরা

এবার ভোটের মাঠে আত্মবিশ্বাসী বিএনপি

জানাজা-দাফনে সহযোগিতায় তারেকের ধন্যবাদ

খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণ: মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও দোয়া

নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

বিএনপির সঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা জামায়াতের, তারেক রহমানকে জানালেন আমির

তারেক রহমানকে সমবেদনা জানাতে গেলেন জামায়াত আমির

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের