নির্বাচন অনুষ্ঠান যথাসময়ে আয়োজনের আহ্বান জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন বানচাল যেন না হয়, সেদিকে নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে।
আজ রোববার দলটির সঙ্গে ইসির সংলাপে এ কথা বলেন তিনি। দুপুর ১২টায় ইনুর নেতৃত্বে জাসদের ১৫ সদস্য সংলাপে অংশ নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এতে সভাপতিত্ব করছেন।
ইনু বলেন, ইসিকে বলিষ্ঠভাবে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে হবে। নির্বাচন বানচাল হতে দেওয়া যাবে না। তিনি বলেন, ভোটের আগে কোনো অস্বাভাবিক তালেবানি সরকারকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। কোনো চক্রান্ত বা উসকানি যাতে না দেওয়া হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে ইনু বলেন, আইন অনুযায়ী চললে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। কোনো সাম্প্রদায়িক শক্তি যাতে মাথাচাড়া দিতে না পারে।