নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে আজ বুধবার রাতে বাসায় ফিরেছেন। রাত ৮টা ২২ মিনিটের দিকে গুলশানের বাসায় পৌঁছান বেগম খালেদা জিয়া।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজ বুধবার রাতে এ তথ্য জানান।
এর আগে গত ৭ জুলাই দিবাগত রাতে গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপির চেয়াপারসন অসুস্থ হয়ে পড়েন। পরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক জরুরি ভিত্তিতে পরদিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এর পর থেকে তিনি সেখানেই চিকিৎসা নেন।