বিএনপির একটি প্রতিনিধিদল আজ রোববার ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের গুরুত্ব এবং অহিংস রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছে দূতাবাস। তবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, এটি রুটিন বিষয়।
ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে বিএনপির প্রতিনিধিদলটির সঙ্গে রাষ্ট্রদূত পিটার হাসের একটি দলবদ্ধ ছবি প্রকাশ করা হয়েছে। ছবির ক্যাপশনের বাংলা ও ইংরেজিতে লেখা হয়েছে, ‘রাষ্ট্রদূত হাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, শামা ওবায়েদসহ অন্য নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং অহিংস রাজনৈতিক প্রক্রিয়ার গুরুত্ব বিষয়ে আলোচনা করেন।’
জানা গেছে, আজ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বৈঠক হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। অন্যদিকে, রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের রাজনৈতিক বিভাগের দুই কর্মকর্তা।
বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে বিএনপির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বৈঠকটিকে একটি স্বাভাবিক (রুটিন) বিষয়।’