বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন ভালো আছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাতে গুলশানের এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখে বেরিয়ে যাওয়ার সময় আজকের পত্রিকাকে তিনি এ তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, আজ মঙ্গলবার বিকেলে বেগম খালেদা জিয়ার রক্তে হিমোগ্লোবিন কমে গিয়েছিল। বিপদের সম্ভাবনা দেখার পর চিকিৎসকেরা ম্যাডামকে (খালেদা জিয়া) রক্ত দিয়েছে।
বিএনপির মহাসচিব বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) এখন হাঁটাহাঁটি করছেন। তিনি অনেকটা ভালো আছেন।
মঙ্গলবার রাত ১০টায় বেগম জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান মির্জা ফখরুল। তাঁর সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। তাঁরা রাত সোয়া ১১টায় হাসপাতাল থেকে বের হয়ে যান।
এর আগে রাত ৯টায় বেগম খালেদা জিয়ার মৃত্যুর গুজব ওঠে। এর পরই মির্জা ফখরুল হাসপাতালে যান। তিনি চিকিৎসকের সঙ্গে বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়ে কথা বলেন।