হোম > রাজনীতি

বিএনপির সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের রাষ্ট্রদূত    

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরানের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ রোববার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দ্বিপক্ষীয় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এই বৈঠকে অংশ নেন। 

এক ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘মূলত দুই দেশের মধ্যে সম্পর্ক কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের নির্বাচন, মানবাধিকার, আইনের শাসনসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে।’ 

বাংলাদেশের অবস্থা সম্পর্কে বিএনপির পক্ষ থেকে কী জানানো হয়েছে জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের অবস্থা সম্পর্কে তো নতুন করে বলার কিছু নাই। সবাই জানে, এগুলো আর বলতে হয় না।’ 

খসরু বলেন, ‘বিএনপির অবস্থান আমরা তুলে ধরেছি, যেটা আমরা জনসমক্ষে বলি, তাই বলেছি। এতে লুকোচুরি কিছু ছিল না।’ 

তুরস্কের রাষ্ট্রদূত কী বলেছেন জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘কী বলেছেন, সেটা তো বলা যাবে না।’ 

নির্বাচন নিয়ে কী কথা হয়েছে—এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা জানান, বাংলাদেশের নির্বাচন নিয়ে আর সবাই যেমনটা জানতে চান, তুরস্কের পক্ষ থেকেও তেমনটাই জানতে চাওয়া হয়। রাষ্ট্রদূত জানতে চেয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে বিএনপি নির্বাচনে যাওয়ার বিষয়ে কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এ বিষয়ে দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত, সেটাই তাঁকে জানানো হয়েছে।

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি

সরকার নির্বাচনের কাজ ভালোভাবে করতে পারবে কি না, তার গ্যারান্টি নেই: মান্না

ভারতের অখণ্ডতায় সম্পৃক্ত বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে: জামায়াত

সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন

নির্বাচন ও ওসমান হাদির সর্বশেষ অবস্থা নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের জরুরি সভা

তারেক রহমানকে সংবর্ধনা জানাতে ৭ রুটে বিশেষ ট্রেন চাইল বিএনপি

খালেদা জিয়া ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

লন্ডন সফরে জামায়াতের আমির শফিকুর রহমান

দুই মিত্র জোটের সঙ্গে বিএনপির বৈঠক

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা