হোম > রাজনীতি

বিএনপির সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের রাষ্ট্রদূত    

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরানের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ রোববার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দ্বিপক্ষীয় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এই বৈঠকে অংশ নেন। 

এক ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘মূলত দুই দেশের মধ্যে সম্পর্ক কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের নির্বাচন, মানবাধিকার, আইনের শাসনসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে।’ 

বাংলাদেশের অবস্থা সম্পর্কে বিএনপির পক্ষ থেকে কী জানানো হয়েছে জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের অবস্থা সম্পর্কে তো নতুন করে বলার কিছু নাই। সবাই জানে, এগুলো আর বলতে হয় না।’ 

খসরু বলেন, ‘বিএনপির অবস্থান আমরা তুলে ধরেছি, যেটা আমরা জনসমক্ষে বলি, তাই বলেছি। এতে লুকোচুরি কিছু ছিল না।’ 

তুরস্কের রাষ্ট্রদূত কী বলেছেন জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘কী বলেছেন, সেটা তো বলা যাবে না।’ 

নির্বাচন নিয়ে কী কথা হয়েছে—এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা জানান, বাংলাদেশের নির্বাচন নিয়ে আর সবাই যেমনটা জানতে চান, তুরস্কের পক্ষ থেকেও তেমনটাই জানতে চাওয়া হয়। রাষ্ট্রদূত জানতে চেয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে বিএনপি নির্বাচনে যাওয়ার বিষয়ে কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এ বিষয়ে দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত, সেটাই তাঁকে জানানো হয়েছে।

শোকার্ত জনসমুদ্রের সশ্রদ্ধ বিদায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভিন্ন পরিচয়ে নির্বাচনে আ.লীগ

নতুন বছরে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারার স্বামী

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

নাহিদ শিক্ষকতা ও পরামর্শ দিয়ে বছরে আয় করেন ১৬ লাখ টাকা

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

হাসনাতের বছরে আয় সাড়ে ১২ লাখ টাকা, ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা

খালেদা জিয়ার প্রয়াণে ছায়ানট ও উদীচীর শোক প্রকাশ