হোম > রাজনীতি

কৃষকের আত্মহত্যার তদন্ত ও বিচারের দাবিতে কৃষক দলের দুই দিনের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজশাহী ও শেরপুরে কৃষকদের আত্মহত্যার প্রতিবাদে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী কৃষক দল। ঘোষণা অনুযায়ী আগামী ৬ এপ্রিল বুধবার ঢাকায় প্রতিবাদ সমাবেশ এবং ৭ এপ্রিল দেশের জেলা ও মহানগরে মানববন্ধন ও বিক্ষোভ করবে সংগঠনটি। 

রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই কৃষক বিষপানে আত্মহত্যা করেছেন। একজনের নাম রবি মারান্ডি, অপরজন অভিনাথ মারান্ডি। এ দুই ভাই জমি বর্গা নিয়ে বোরো ধানের চাষ করেছিলেন। কিন্তু পানির অভাবে নষ্ট হচ্ছিল তাঁদের ধান। অথচ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করেও তাঁরা জমিতে সেচের পানির ব্যবস্থা করতে পারেননি। ফলে হতাশা আর ব্যর্থতায় গত ২৩ মার্চ সন্ধ্যায় এই দুজন কৃষক আত্মহত্যা করেন। সারা দেশে বিক্ষোভ-মানববন্ধনে উত্তাল জনতাকে সামলাতে কৃষি মন্ত্রণালয় নামকাওয়াস্তে তদন্ত কমিটি করেছে। এ ছাড়া গত ২ ফেব্রুয়ারি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মানিকচাঁদ গ্রামের কৃষক শফিউদ্দিন নিজের জমিতে আত্মহত্যার মঞ্চ বানিয়ে আত্মহত্যা করে যে অভিনব প্রতিবাদ দেখিয়েছেন তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। কে নেবে এসবের দায়?’ 

রিজভী বলেন, ‘চাষের জন্য প্রয়োজনীয় বিনিয়োগ তথা সার, বীজ, কীটনাশক, সেচের ব্যবস্থা করতে না পেরে সচ্ছল কৃষকও প্রান্তিক পর্যায়ে উপনীত হয়েছেন কিংবা আত্মহত্যা করছেন। বাজার সিন্ডিকেট, মাফিয়াবৃত্তি, মধ্যস্বত্বভোগীদের দাপটে বাংলাদেশের কৃষি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। কারণ এরা প্রত্যেকেই ক্ষমতাসীন দলের সঙ্গে জড়িত। কৃষকের স্বস্তি পাওয়ার কোনো উপায় নেই। সরকারের নীতি যেন গোটা জাতিকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ঠেলে দেওয়া। সরকারের হরিলুট হওয়া অর্থভান্ডার পূর্ণ করতেই কৃষি উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করা হয়েছে।’ 

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ‘একদিকে দেশের মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষ টিসিবির গাড়ির পেছনে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। মানুষ খেয়ে-না খেয়ে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে। অন্যদিকে উন্নয়নের মহাসড়কের দাবিদার সরকারের প্রধানমন্ত্রী রাষ্ট্রের শতকোটি টাকা খরচ করে জমকালো কনসার্টে গান-বাজনা আর আমোদ-ফুর্তিতে মেতে রয়েছেন। প্রধানমন্ত্রী যখন আমোদ-ফুর্তিতে ব্যস্ত, তখন দেশে টাকার অভাবে সন্তান বিক্রি করছেন মা। সেচের পানির অভাবে আত্মহত্যা করছেন কৃষক। গত ২১ মার্চ চাঁদপুরের হাজীগঞ্জে অভাবের তাড়নায় এক দম্পতি তাঁদের ১৩ মাস বয়সী শিশুসন্তানকে ১ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন।’  

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ইসিকে চাপ দেওয়া তারেক রহমানের ‘সেই পরিকল্পনা’র অংশ কি না—জানতে চান নাহিদ

নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে: তাহের

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

তারেক রহমানের সঙ্গে ১১ রাষ্ট্রদূতের বৈঠক

গণভোটের প্রচারণার বিপক্ষে অবস্থান নিয়েছে ইসি: নাহিদ ইসলাম

খেলাফত মজলিসের মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন

ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি স্থগিত

নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করছে বিএনপি, এনসিপির অভিযোগ