রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অষ্টম দিনে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে আলোচনা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল সংলাপে অংশ নিয়েছে।
সংলাপে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ ছাড়া ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ অন্য চার কমিশনার সংলাপে উপস্থিত রয়েছেন।
আজ অষ্টম দিনে চারটি দলের সঙ্গে বৈঠকে বসার কথা থাকলেও ইসির সংলাপ বর্জন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির দাবি, নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। দলের নেতারা জানান, দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই তারা সংলাপেও অংশ নিচ্ছেন না।
এদিকে দিনের অন্য সংলাপগুলোতে দুপুর ১২টায় বিকল্পধারা বাংলাদেশ এবং বিকেল ৪টায় ন্যাশনাল পিপলস পার্টির অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ইসির জনসংযোগ বিভাগ।