হোম > রাজনীতি

‘আপ বাংলাদেশ’ নামে এল জুনায়েদের নতুন রাজনৈতিক সংগঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় নাগরিক কমিটির নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ। ফাইল ছবি

অভ্যুত্থানপরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদের উদ্যোগে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম হতে যাচ্ছে ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ কথা জানিয়েছেন প্ল্যাটফর্মের প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ।

আলী আহসান জুনায়েদ বলেন, ‘জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে গঠিত হতে যাওয়া আসন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম আমরা ঠিক করেছি ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। জুলাইয়ের আকাঙ্ক্ষা বলতে আমরা সুনির্দিষ্ট কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, যা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের আপামর ছাত্র–জনতাকে সঙ্গে নিয়ে প্ল্যাটফর্মটি এগিয়ে যাবে ইনশাআল্লাহ।’

জুনায়েদ জানান, পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং জুলাইয়ের আহত যোদ্ধা ও শহীদ পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার দাবিতে জনমত ও রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা হিসেবে বিবেচিত হবে৷

প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা প্রসঙ্গে জুনায়েদ বলেন, বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, সমাজের সর্বস্তরে যোগ্য ও নৈতিক নেতৃত্বের প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠাকরণ, সামাজিক নিরাপত্তা বিধান এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন এই প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা।

রাজনীতিতে পেশিশক্তির দাপট, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের রাজনৈতিক অর্থনীতির বৃত্ত ভাঙতে এই প্ল্যাটফর্ম তৎপর থাকবে জানিয়ে জুনায়েদ আরও বলেন, চারটি রাহুগ্রাস থেকে বাংলাদেশকে মুক্ত করার অঙ্গীকার থাকবে এই প্ল্যাটফর্মের প্রস্তাবনায়। ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করবে জুলাই গণ–অভ্যুত্থান শক্তির এই প্ল্যাটফর্ম।

উল্লেখ্য, জাতীয় নাগরিক কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টি গঠনের সময় প্রক্রিয়াগত অনাস্থা প্রকাশ করেন জাতীয় নাগরিক কমিটিতে থাকা আলী আহসান জুনায়েদসহ সাবেক শিবিরসংশ্লিষ্টরা। পরে ভিন্ন সংগঠন গড়ে তোলার ঘোষণা দেন তাঁরা।

নির্বাচনী সমঝোতা: এখনো হিসাব মেলাচ্ছে জামায়াত ও এনসিপি

তারেকের প্রত্যাবর্তনে উজ্জীবিত বিএনপি

স্মৃতিসৌধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করলেন তারেক রহমান

‘কৌশলগত কারণে’ গণঅধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান, যাচ্ছেন বিএনপিতে

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান

১৯ বছর পর বাবার কবরের পাশে একান্তে অশ্রুসজল তারেক রহমান

সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে পৌঁছাতে পারলেন না তারেক রহমান, তাঁর পক্ষে শ্রদ্ধা নিবেদন কেন্দ্রীয় নেতাদের

বেকার ভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দিতে চাই: জামায়াত আমির

২৪৩ আসনে প্রার্থী দিল জি এম কাদেরের জাপা