হোম > রাজনীতি

নির্বাচন কমিশনেও থাকবেন মুজিবকোট পরা লোকেরাই: রিজভী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইসি আইন করার পেছনে সরকারের গভীর চক্রান্ত ও দুরভিসন্ধি আছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ‘সার্চ কমিটিতে মুজিবকোট লোকেরাই থাকবেন’ এই মন্তব্য করার পরে এবার তিনি বললেন, ‘মুজিবকোট পরা মানুষদের নিয়ে নির্বাচন কমিশনও গঠন করা হবে।’ 

আজ সোমবার রাজধানীর বনানী কবরস্থানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী। 

ইসি আইনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি নানা কথা বলছে-আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের এমন অভিযোগের জবাবে রিজভী বলেন, ‘একটা (আওয়ামী লীগ) হলো একদলীয় শাসন চায়। আর আরেকটি দল (বিএনপি) চায় বহুদলীয় গণতন্ত্র। তো দুটোর মধ্যে পার্থক্য থাকবে। আমাদের বক্তব্য এবং তাঁদের বক্তব্যে পার্থক্য থাকবে।’

তিনি বলেন, ‘ওটা একটা একদলীয় পার্লামেন্ট। সেখানে যে আইন হবে, সেখানে প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটবে। সার্চ কমিটির যে খসড়া এখন উপস্থাপন করা হয়েছে, প্রধানমন্ত্রী যেভাবে চাইবেন, অর্থাৎ মুজিবকোট পরা মানুষগুলোকেই সার্চ কমিটিতে আনা হবে। ওনারা সার্চ করে যে ব্যক্তিবর্গকে নির্বাচন কমিশন গঠন করবেন, তাঁরাও সেই মুজিবকোট পরা মানুষই হবেন। এটা একেবারেই একতরফা। যেভাবে হুদা কমিশন করা হয়েছিল, রকিব কমিশন করা হয়েছিল, ওইরকম আরেকটি কমিশন তাঁরা করছে। এটা একটা ড্রেস রিহার্সাল।’ 

রিজভী আরও বলেন, ‘যে আইন করার কথা বলছে, সেটা কোন পার্লামেন্টে করবেন? যে পার্লামেন্টে জনগণের প্রতিনিধিত্ব নাই। সেই পার্লামেন্টে যে আইন হবে, সেই আইন তো বাকশালি আইন হবে। একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন করার জন্য যে নির্বাচন কমিশন হওয়া দরকার, সেই আইনে তা হবে না। এটা শেখ হাসিনার ইচ্ছার প্রতিফলন।’

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

নির্বাচন অত সহজ হবে না–আমার কথাই সত্যি হচ্ছে: তারেক রহমান

হাদির ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জামায়াত

বক্তব্যে ভুয়া ছবির উল্লেখ করায় রিজভীকে ক্ষমা চাইতে বললেন ডাকসু ভিপি সাদিক

গণতন্ত্রের ‘টর্চ বেয়ারার’ তারেক রহমানের অপেক্ষায় বাংলাদেশ: আমীর খসরু

হাদি আমার সন্তান সমতুল্য, গুলিবিদ্ধের সংবাদে মানসিকভাবে আহত হয়েছি: মির্জা আব্বাস

ওসমান হাদি আওয়ামী লীগের অন্যতম টার্গেট ছিলেন: রাশেদ খান

আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আনার প্রক্রিয়া দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

ফ্যাসিবাদ-সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্য দেখাতে চায় বিএনপি: সালাহউদ্দিন

জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত আখতারুজ্জামান